100 দিনে হাতি মৃত্যু 40, চিন্তায় বন্যপ্রাণী বিশারদরা।

100 দিনে হাতি মৃত্যু 40, চিন্তায় বন্যপ্রাণী বিশারদরা।

December 14, 2017
সৌজন্য বি বি এএস, সংবাদদাতা: 100 দিনে 40টি হাতির মৃত্যু ঘিরে উদ্বেগ চরমে অসমবাসীদের। সম্প্রতি প্রকাশিত একটি তথ্য বন্যপ্রাণী বিশারদদের উদ্বেগের প্রধান কারণ।
রিপোর্ট অনুযাই, অসমে গত 100 দিনে হাতি মৃত্যু হয়েছে প্রায় 40টি। আর এর কোনটিই স্বাভাবিক মৃত্যু নয়। কখন চলন্ত ট্রেনের চাকায় পিষ্ট হয়ে, কখন চোরাশিকারীর হামলায়, আবার কখন বিদ্যুতের তারে লেগে বা কোন গভীর গর্তে পড়ে গিয়ে।
অসমে বর্তমানে হাতির সংখ্যা 500। যে 10,967 বর্গ কিমি জুড়ে হাতির বাস তার খুব সামান্য অংশই সংরক্ষিত এলাকার মধ্যে পড়ে। তাই বেশির ভাগ অংশেই হাতি অরক্ষিত। আর এর জন্য কোন উদ্যোগই নিচ্ছে না হাতি সংরক্ষণ অঞ্চল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন