পাটনা: মুখ্যমন্ত্রীর নির্দেশে পদ্মাবতী ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করা হল৷ সরকারি আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকের পর এমনই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ তাঁর নির্দেশের ফলে ছবি নিয়ে বিতর্ক আরও চরমে উঠল৷
পদ্মাবতী ছবিতে চিতোরের রানি পদ্মিনী (ছবিতে পদ্মাবতী) কে নিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে৷ এই ছবি ভাবাবেগকে আঘাত করছে অভিযোগে রাজস্থানে হয়েছে প্রবল বিক্ষোভ৷ আন্দোলনরত কারনি সেনার তরফে অভিনেত্রী-অভিনেতাদের হুমকি দেওয়া হয়েছে৷ এর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে কটূক্তি করেছে হরিয়ানার বিজেপি নেতৃত্ব৷ সবমিলে ছবি ঘিরে রাজনৈতিক তরজা চরমে৷
রাজস্থান, গুজরাত, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট রাজ্যসরকার৷ এবার সেই পথে হেঁটে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও নিষেধাজ্ঞা জারি করলেন৷ বিজেপি ও জেডিইউ জোট সরকার চলছে বিহারে৷
সৌজন্য - kolkata 24x