নফরগঞ্জে সুনামি সচেতন বিবেক মেলা ও সুন্দরবন লোক সংস্কৃতিক উৎসব ।



নফরগঞ্জে  সুনামি সচেতন বিবেক মেলা ও সুন্দরবন লোক সংস্কৃতিক উৎসব ।




প্রশান্ত সরকার, নফরগঞ্জ:  বাসন্তী ব্লকের নফরগঞ্জ অঞ্চলের নিমতলা নিউমার্কেটে ১৫ ডিসেম্বর থেকে শুরু হল সুনামি সচেতন বিবেক মেলা ও সুন্দরবন লোক সংস্কৃতিক উৎসব  । বাসন্তী বর্ডার দ্বীপাঞ্চল সুরক্ষা সমিতির আয়োজনে এই মেলা। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মেকার আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন বাসন্তী বিধান সভা কেন্দ্রের বিধায়ক গোবিন্দ চন্দ্র নস্কর।


প্রত্যেক দিন বিভিন্ন সচেতন মূলক অনুষ্ঠান, যাত্র, আলোচনা সভার আয়োজন করেন উদ্যোক্তা কমিটি।এবারে এই মেলা ১১ তম বছরে পা রেখেছেন। মেলাতে সরকারী, বেসরকারী বিভিন্ন দপ্তরের স্টল বসেছে। শিশুদের খেলনা, নাগর দোলা, হরেক রকমের দোকান গুলির সামনে ভীড় যথেষ্ট।


গ্রামীণ ঐতিহ্য খর বিছানো আসনে বসে শীতের সন্ধ্যায় মেলার অনুষ্ঠান উপভোগ করছে গ্রামের মানুষ। সুন্দরবনের ঐতিহ্যবাহি যাত্রাপালা "দুঃখের বনবাস" পরিবেশিত হয়। মেলার আমেজে মেতে আছেন গ্রামবাসীরা।








একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন