তালদিতে স্ত্রী কে বালিশ চাপাদিয়ে হত্যার চেষ্টা স্বামীর অভিযোগ- আটক স্বামী

তালদিতে স্ত্রী কে বালিশ চাপাদিয়ে হত্যার চেষ্টা স্বামীর অভিযোগ- আটক স্বামী



নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|শনিবার বিকেলে স্ত্রী কে মারধর করে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার ক্যানিং থানার তালদি গাজী পাড়ায় গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাজীপাড়া গ্রামের বাসিন্দা মোস্তাকিন মোল্লা তার স্ত্রী বেবি মোল্লা কে প্রায় আট বছর আগে বিয়ে করে।বিয়ের পর থেকে স্ত্রী সঙ্গে প্রায় সময় মোস্তাকিন মোল্লার অশান্তি চলছিল । দুপুরে মোস্তাকিন ফোনে কথা বলার সময় স্ত্রী বেবী বাড়ন করলে তখন স্ত্রী কে ধরে বেধড়ক করে মোস্তাকিন।বিবাদের জেরে মোস্তাকিন তার স্ত্রী কে মুখে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করে।
গৃহবধূ চিৎকার করলে স্থানীয় লোক জন ছুটে আসে।আসে  তালদির মহিলা সমিতি সদস্যা রা তারা গৃহবধূকে  উদ্ধার করে ক্যানিং মহকুমা হসপিটালে ভর্তি করে।সেখানে তার চিকিৎসা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী।পুলিশ গৃহবধূর স্বামী মোস্তাকিন মোল্লা কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন