শ্রমিক মেলা শুরু হল ক্যানিংয়ে
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং | 10,01,2018 - আজ দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং এ শ্রমদপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত দুই দিন ব্যাপি শ্রমিক মেলা শুরু হল। ক্যানিং মহকুমা বিভিন্ন অঞ্চলের মানুষজন দের নিয়ে এই মেলা মেলায় থাকছে বিভিন্ন শ্রমিক দের হাতে তৈরী কাজ এছাড়া ক্যানিং যুক্তিবাদী সংস্কৃতি সংস্থার সাপের স্টল।
এই দিন এই মেলায় উপস্থিত জরিক শ্রমিক ইকবাল হোসেন জানান পনেরো বছর ধরে জরিকের কাজ করছি স্বনির্ভর হওয়ার জন্য যদি সরকার থেকে আর্থিক সাহায্য পাওয়া যায়। আবার গোসাবা ব্লক থেকে এসেছেন বিশাখা মন্ডল তিনি জানান দুই হাজার এগারো সালে থেকে শ্রমদপ্তরের কাড করেছি এখনো কোন আর্থিক কোন সাহায্য পাইনি যদি কোন আর্থিক
সাহায্য পাই তাহলে দর্জির কাজ ভালো করে করতে পারি।বালি দুই থেকে এসেছেন অনন্ত কুমার দাস বলেন শ্রমদপ্তর থেকে পড়াশুনার জন্য আর্থিক লোন পাবেন তাই এই মেলায় এসেছি।
এ দিকে শ্রমদপ্তর থেকে যারা অসংগঠিত শ্রমিক ও আর্থিক সামাজিক শ্রমিক তাদের সুরক্ষা দেওয়া।
এই দিন এই অনুষ্ঠানে তথ্যসংস্কৃতির পক্ষো থেকে বাউল সংগীত করা হল।
এই দিন মঞ্চে উপস্থিত হলেন,বিধায়ক শ্যামল মন্ডল,জেলা পরিষদের সভাপতি সামিমা সেখ,সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী,কৃষির করম্য দক্ষ দক্ষিণ চব্বিশ পরগণা জেলা পরিষদ সাহাজান মোল্লা ও ক্যানিং এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ রাম দাস।এখানে নানা ধরনের দশটি স্টল বসেছে।
_____________________________________________
আমাদের টিভি দেখতে click here
_____________________________________________
আমাদের টিভি দেখতে click here