বিবেক চেতনা উৎসব
নিজস্ব প্রতিনিধি|মেদিনীপুর | ছাত্র ছাত্রীদের ও যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের ভেমুয়া অটল বিহারি হাই স্কুল মাঠে দুই দিনের বিবেক চেতনা উৎসব হয়ে গেলো। পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের আয়োজিত এবং সবং ব্লক ছাত্র - যুব উৎসব কমিটির পরিচালনায় ১১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি দুই দিনের বিবেক চেতনা উৎসবে ছাত্র ছাত্রীদের সুযোগ করে দেওয়া হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার। একই সাথে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও মিঃ হালদার,অমূল্য মাইতি, বিদ্যুৎ কর্মকার, পশ্চিম মেদিনীপুর জেলা পরিসদের সদস্যা রীতা জানা প্রমুখ।
বিবেক চেতনা উৎসবকে ঘিরে কচিকাঁচাদের ছবি আকাঁ, গান,নাচ,আবৃতি, ভুরিভোজ সবকিছুর মধ্যদিয়ে ভেমুয়া অটল বিহারী হাই স্কুল চত্ত্বর সেজে ওঠে। শিক্ষক কালীপদ মান্ডী সকলকে সাথে নিয়ে দায়িত্ব কাঁধে নিয়ে এই উৎসবকে সাফল্য করে তোলেন। ছাত্র ছাত্রী যুব সমাজ সকলেই খুশি এই উৎসবকে ঘিরে।