৪১ তম বর্ষ সুন্দরবন মেলা শুরু হল ক্যানিংয়ে।
নিজস্ব প্রতিনিধি |ক্যানিং।বুধবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা নদীর চড়ে শুরু হল ৪১ তম বর্ষ সুন্দরবন মেলা।মেলার উদ্যোক্তা ক্যানিং বন্ধুমহল ক্লাব।এদিন সন্ধ্যায় মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাস, মাতলা ১ ও ২ গ্রাম পঞ্চায়েত প্রধান তপন সাহা, উত্তম দাস খাদ্য কর্মধ্যক্ষ সুশীল সরদার,বিশিষ্ট্য সমাজ সেবক বিকাশ মজুমদার,ক্যানিং শাখার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক ম্যানেজার দেবানন্দ ভট্টাচার্য প্রমুখ।এদিন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন রাজ্য সরকারের উদ্যোগে সুন্দরবন জুড়ে উন্নয়নের কাজ কর্ম চলছে।জেলা গঙ্গাসাগর মেলার সব চেয়ে বড় মেলা।তারপর এই সুন্দরবন মেলা।
যা দেখতে দেখতে ৪১ তম বর্ষে পদার্পণ করল।মেলার মাধ্যমে সব ধর্মের মেল বন্ধন সৃষ্টি করে।এমনকি শিক্ষা লাভও হয়।মন্ত্রী মন্টুরাম পাখিরা আর বলেন কৃষকরাও উপকৃত হয়।সুন্দরবনের সামাজিক অর্থনৈতিক এবং সার্বিক দিনগুলি ফুটে উঠে এই মেলার মাধ্যমে।যা লোক শিক্ষা কে স্পর্শ করে।সুন্দরবনের কৃষ্টি-সংস্কৃতিক কে তুলে ধরা হয় মেলার মাধ্যমে।মেলায় সরকারি-বে সরকারি প্রায় ৪৫০ টি স্টল এসেছে।বসেছে হরেক রকম দোকান,নাগরদোলা প্রমূখ খাবারের দোকান।মেলার প্রথম দিনে ভীড় ছিল চোখে পড়ার মতন।মেলার সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলা চলবে ৩-১২ জানুয়ারি।
_____________________________________________
যা দেখতে দেখতে ৪১ তম বর্ষে পদার্পণ করল।মেলার মাধ্যমে সব ধর্মের মেল বন্ধন সৃষ্টি করে।এমনকি শিক্ষা লাভও হয়।মন্ত্রী মন্টুরাম পাখিরা আর বলেন কৃষকরাও উপকৃত হয়।সুন্দরবনের সামাজিক অর্থনৈতিক এবং সার্বিক দিনগুলি ফুটে উঠে এই মেলার মাধ্যমে।যা লোক শিক্ষা কে স্পর্শ করে।সুন্দরবনের কৃষ্টি-সংস্কৃতিক কে তুলে ধরা হয় মেলার মাধ্যমে।মেলায় সরকারি-বে সরকারি প্রায় ৪৫০ টি স্টল এসেছে।বসেছে হরেক রকম দোকান,নাগরদোলা প্রমূখ খাবারের দোকান।মেলার প্রথম দিনে ভীড় ছিল চোখে পড়ার মতন।মেলার সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলা চলবে ৩-১২ জানুয়ারি।
_____________________________________________