ঘুটিয়ারি শরিফের কাঠপোলে হিরোইন সহ গ্রেফতার একজন।

ঘুটিয়ারি শরিফের কাঠপোলে হিরোইন সহ গ্রেফতার একজন। 


নিজস্ব প্রতিনিধি |ক্যানিং|সোমবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ও সি সুমন দাসের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে হিরোইন সহ হাতে নাতে পুলিশ ধরে ফেলে এক হিরোইন বিক্রেতা কে।ধৃত হিরোইন বিক্রেতার নাম আনোয়ার হোসেন লস্কর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের কাঠপোলের হবিবরহল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ মাকালতলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর বেশ কিছু দিন ধরে গোপনে হিরোইন ব্যবসা করছিল হবিবরহলের পড়ো জায়গায়।পুলিশ গোপনে খবর পেয়ে ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির ও সি সুমন দাসের নেতৃত্বে পুলিশ টিম হানা দিয়ে হিরোইন সহ গ্রেফতার করে আনোয়ার হোসেন লস্কর কে।ধৃতের কাছ থেকে পুলিশ ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করে।যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা।


এদিকে আর্ন্তজাতিক হিরোইন পাচার চক্রে জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এর আগে বহুবার পুলিশ প্রশাসনের তদন্তে উঠে এসেছে আর্ন্তজাতিক মাদক চক্র হিসাবে ঘুটিয়ারি শরিফের নাম।বিগত কয়েক মাসে পুলিশ পর পর অভিযান চালিয়ে বেশ কয়েক জন হিরোইন ব্যবসায়ী কে গ্রেফতার করে হিরোইন সহ।পুলিশ প্রশাসনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ঘুটিয়ারি শরিফ থেকে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে মাদক কারবার।উঠে এসেছে ক্যানিং স্টেশন সংলগ্ন,বাসন্তী,গোসাবা, জীবনতলা,সোনারপুর,মগরাহাট,উস্তি,জয়নগর প্রমূখ এলাকায় ছড়িয়ে পড়ছে এই মাদক কারবার।ফলে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসন মহলে।তবে পুলিশ প্রশাসন তৎপরতার সাথে কড়া হাতে দমন করছে।পাশাপাশি এ বিষয়ে  সাধারণ মানুষজনকে সচেতন করে তুলতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে।পুলিশ জানান হানা দিয়ে হিরোইন সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতের কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।ধৃতকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে এই কারবারের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না।ধৃতকে মঙ্গলবার দুপুরে আলিপুর কোর্টে তোলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন