সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বাঘের মুখ থেকে ভাইকে বাঁচাল দাদা-

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বাঘের মুখ থেকে ভাইকে বাঁচাল দাদা-



                                                                        নিজস্ব প্রতিনিধি |গোসাবা|দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা সুন্দরবনের সজনেখালি রেঞ্জর বড়গাজীখালি জঙ্গলে  খোলাখালি নদীতে কাঁকড়া ধরার সময় বাঘ হামলা করলে জখম হয় মৎস্যজীবী  দেব্রবত সরকার। জখম মৎস্যজীবী  গোসাবা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে  শনিবার রাতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে  মোল্লাখালি গ্রামে বাসিন্দা মৎস্যজীবী দিবাকর সরকার তার ভাই মৎস্যজীবী দেব্রবত সরকার দুই জন মিলে একটি নৌকা করে কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের নদীতে তিন দিন আগে।গত ২০ জানুয়ারি সন্ধ্যার মুখে খোলাখালি নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী দেব্রবত সরকারের উপর।বাঘ মৎস্যজীবীর হাতে কামড়ে ধরে এবং পিঠে ও ঘাড়ে থাবা মারে।বিষয়টি মৎস্যজীবী দিবাকর সরকার দেখতে পেয়ে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর।বাঘের সঙ্গে প্রায় ৪০ মিনিট ধরে লড়াই চলে দুই ভাইয়ের সঙ্গে ।

বাঘ না পেরে মৎস্যজীবীদের ছেড়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে ।জখম ভাই কে উদ্ধার করে দাদা রাতে ভর্তি করে গোসাবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।সেখানে জখম মৎস্যজীবী দেব্রবত সরকারের চিকিৎসা চলছে।তবে বর্তমানে সে সুস্থ আছে। সুন্দরবনব্যাঘ্র প্রকল্প জানান কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমনে এক মৎস্যজীবী জখম হয়েছে এমন ধরনের খবর পাওয়া গেছে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।এদিকে বাঘের সঙ্গে লড়াই করার সময় মৎস্যজীবী দিবাকর সরকার জখম হলে চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন