ক্যানিং রেল এলাকায় কার্তুজ সহ গ্রেফতার তিন দুষ্কৃতী-
নিজস্ব প্রতিনিধি |ক্যানিং |বারুইপুর জেলা পুলিশের স্পেশাল পুলিশ টিম গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার রেল সংলগ্ন এলাকা থেকে তিনিজন গ্রেফতার করে সোমবার রাত সাড়ে ৮ টায়।ধৃতদের কাছ থেকে ২৬৪ রাউন্ড ১২ বোর কার্তুজ,৮ এম এম ৫০ রাউন্ড কার্তুজ ৩ টি মোবাইল উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে বিহার রাজ্য থেকে এগুলি নিয়ে আসা হচ্ছিল।ধৃতদের নাম প্রভাকর মন্ডল,পিন্টু মণ্ডল,সাখর মন্ডল।তাদের বাড়ি বাসন্তীর ৪ নং সোনাখালি গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা কার্তুজগুলি বিপ্টকেসটে করে শিয়ালদহ-ক্যানিং লোকাল ট্রেনে নিয়ে আসছিল।বারুইপুর জেলা পুলিশের স্পেশাল টিম খবর পেয়ে ক্যানিং রেল সংলগ্ন এলাকা ঘিরে নেয়।দুষ্কৃতীরা তিনজন রাতে ট্রেন থেকে নামলে পুলিশ তিন জনকে তুলে নিয়ে যায় ক্যানিং থানায়।বিপ্টকেস থেকে উদ্ধার করে ৩১৪ রাউন্ড কার্তুজ।গ্রেফতার করে তিন জন কে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে বিহার রাজ্য থেকে এগুলি নিয়ে আসা হচ্ছিল।ধৃতদের নাম প্রভাকর মন্ডল,পিন্টু মণ্ডল,সাখর মন্ডল।তাদের বাড়ি বাসন্তীর ৪ নং সোনাখালি গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা কার্তুজগুলি বিপ্টকেসটে করে শিয়ালদহ-ক্যানিং লোকাল ট্রেনে নিয়ে আসছিল।বারুইপুর জেলা পুলিশের স্পেশাল টিম খবর পেয়ে ক্যানিং রেল সংলগ্ন এলাকা ঘিরে নেয়।দুষ্কৃতীরা তিনজন রাতে ট্রেন থেকে নামলে পুলিশ তিন জনকে তুলে নিয়ে যায় ক্যানিং থানায়।বিপ্টকেস থেকে উদ্ধার করে ৩১৪ রাউন্ড কার্তুজ।গ্রেফতার করে তিন জন কে পুলিশ।