শেষ বেলাই দেখা মিললো বাঘের -জয়নগর থেকে আশা পর্যটকদের।

 শেষ বেলাই দেখা মিললো বাঘের -জয়নগর থেকে আশা পর্যটকদের।



নিজস্ব প্রতিনিধি |ঝড়খালী| ২৫ জানুয়ারি - বাঘের রাজ্যে গেলেই যে বাঘের দেখা মিলবে সেটা ভেবোনা তার জন্য ভাগ্য থাকা দরকার।  কপালে থাকলেই তবে মিলবে বাঘের দেখা। ভাগ্যটা ভালোই ছিল তাই দেখা মিললো বাঘের জয়নগর থেকে আশা ২৮ জনের পর্যটন দলের। এরা ২৩ জানুয়ারি থেকে বেরিয়ে পরেন ঝড়খালীর মাতলা রেঞ্জের অনুমতি নিয়ে।  টানা দুদিন ঘুরে বেরিয়েছেন বাঘের রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও দেখা মেলেনি বাঘের আজ ছিল বাড়ী ফেরার পালা।   দোবাকীর কাছে আজমল মারী জঙ্গলের পাসে দেখা মিললো বাঘের।  বোটের সামনে দিয়ে মহারাজা সাঁতরে চলেছেন নিজের রাজ্যে। বেলা তখন ১১ বেজে ৩০ মিনিট হবে। পর্যটকরা তো বেজাই খুসি বাঘ মামার সাক্ষাৎ পেয়ে। 
অন্যান্য বারের তুলনায় এবার বেশী বার দেখা মিলেছে বাঘের আর এতেই বেড়ে চলেছেন সুন্দরবরে পর্যটনের ভীড়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন