২১০ ফুটের জাতীয় পতাকা, তৈরী হল ইতিহাস ঝড়খালীতে।
ঝড়খালী, ২৬ জানুয়ারি ঃ ৬৯ তম বর্ষ প্রজাতন্ত্র দিবসের দিনে সুন্দরবনের মানুষের অভূতপূর্ব আবির্ভাব যা সারা পশ্চিমঙ্গের মানুষের কাছে গর্ব। সেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়ার আয়োজনে তৈরী করা হয় ২১০ ফুটের লম্বা ও ৪ ফুট চওরার এই জাতীয় পতাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালী অঞ্চলের হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দিরে প্রজাতন্ত্র দিবস পালনের নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাথে ২১০ ফুটের জাতীয় পতাকা নিয়ে র্যালি করা হয়। হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দির থেকে ঝড়খালী রাজা মোড় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৭ কিলোমিটার পথ অতিক্রম করা হয়।স্কুল ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন র্যালিতে। জাতীয় পতাকা দেখতে রাস্তার ভীড় জমান সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গে এই প্রথম এত বড় জাতীয় পতাকা নিয়ে র্যালি করা হল। গ্রামের এক গৃহবধূ মেরী হালদার দুই দিন ধরে জাতীয় পতাকাটি সেলাই করেন। পতাকার অশোকচক্র টি হাতে আঁকেন শিল্পী প্রশান্ত সরকার।ইচ্ছা শক্তি পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে।সুন্দরবন যে আর পিছিয়ে নেয় এটি তার একটি বড় উধারন। ঝড়খালী কোষ্টাল থানার পুলিশ প্রশাসনরা কঠোর নিরাপত্তার ব্যাবস্থা রাখেন।