ক্যানিং মাতলা ব্রীজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ,গ্রেপ্তার তিন
নিজস্ব প্রতিনিধি |মাতলা|বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল টিম হানা দিয়ে হাতে নাতে ধরে ফেলে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা ব্রীজ এলাকা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনজন দুষ্কৃতী কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আটো করে আসছিল গোপনে।বারুইপুর জেলা পুলিশের স্পেশাল টিম খবর পেয়ে হানা দিয়ে হাতে নাতে ধরে ফেলে তিন দুষ্কৃতী কে মাতলা ব্রীজের উপর।এ দিকে মাতলা ব্রীজ ঘিরে রেখেছিল পুলিশ চারিদিকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার চারটি লং রেন্জ রাইফেল ও তিনটি মোবাইল ফোন, প্রায় সাড়ে ছয় হাজার টাকা।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ধৃতরা এই আগ্নেয়াস্ত্র নিয়ে বাসন্তী হয়ে গোসাবার পাঠানখালি এলাকায় নিয়ে যাচ্ছিল। ধৃতদের নাম মোজাফ্ফর লস্কর বাড়ি গোসাবা থানা এলাকা , সালাম মোল্লা- বাড়ি গোসাবা থানা এলাকা ও হাসেম মোল্লা-বাড়ি বাসন্তীর ছোট কলাহাজরা গ্রামে।পুলিশ জানান ধৃতরা কলকাতা থেকে বন্দুক কিনে গোপনে যাত্রীবাহী অটোতে চেপে এই আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলIসেই সময় তাদেরকে ধরে ফেলা হয় মাতলা ব্রীজ এলাকায় I ধৃতদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে এবং ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়েছে।