ক্যানিং মাছঘাটে ৩৬ কেজি ওজনের তেলেভোলা
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং | শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪পরগনার ক্যানিং থানার মাছঘাট আড়ৎ তে ৩৬ কেজি ওজনের তেলেভোলা মাছ বিক্রি হল ১ লক্ষ ৮০ হাজার টাকা।গত ১১ জানুয়ারি সুন্দরবনের হলদিবাড়ি নদীতে তেলেভোলা বা খচ্ছর মাছ টি ধরে ৫ জন মৎস্যজীবী মিলে।মাছটি কে মৎস্যজীবীরা ক্যানিং মাছঘাটে কল্যান দাসের আড়ৎ তে আনলে মাছটি অক্সানে ১ কেজি তে দাম ওঠে ৫ হাজার টাকা করে।
কলকাতার এক মৎস্যজীবী পাইকারী মাছটি কিনে নিয়ে যায়।মৎস্যজীবী বিদ্যুৎ সিট বলেন হলদিবাড়ি নদীতে মাছ ধরার সময় একটি তেলেভোলা বা খচ্ছর মাছ ধরা পড়ে।মাছটি র ওজন হয়েছে ৩৬ কেজি।১ কেজি তে দাম উঠেছে ৫ হাজার টাকা করে।মাছের দাম পাওয়া তে আমরা খুব খুশি।নৌকায় ৫ জন মৎস্যজীবী ছিলাম।সাধারণত এই মাছ গভীর সমুদ্রে থাকে।খুব কম পাওয়া যায় সুন্দরবনের নদীগুলিতে।
_____________________________________________
আমাদের টিভি চ্যানেল দেখুন- click here
_____________________________________________
আমাদের টিভি চ্যানেল দেখুন- click here