ক্যানিং শিরিষতলা সরস্বতী পুজোতে খেলাধূলায় মাতল কচিকাচা ও মহিলারা-
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা অঞ্চলের গোলকুঠিপাড়া গ্রামে শিরিষতলা গোলকুঠিপাড়া সার্বজনীন সরস্বতী পুজো তে কচিকাচা ও মহিলারা মাতলেন বিভিন্ন খেলাধূলায়।এই পূজো উপলক্ষে চলে সাতদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান।সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান।বুধবার সন্ধ্যায় বাংলাদেশের শিল্পী এবং এপার বাংলা শিল্পীরা তাদের গানের ডালিতে মন ভরিয়ে দেয় শ্রোতাদের।এ ছাড়া সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হয় বাউল সঙ্গীত,নৃত্য, আবৃত্তি, কলকাতার নামী ও দামি শিল্পী সমন্বয়ে।চলে বসে আঁক প্রতিযোগিতা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল, মাতলা-১ ও ২ গ্রাম পঞ্চায়েত প্রধান তপন সাহা ও উত্তম দাস,খাদ্য কর্মধ্যক্ষ সুশীল সরদার,বিশিষ্ট্য সমাজ সেবক বিকাশ মজুমদার প্রমুখ।এদিন তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেয়।এছাড়া বিভিন্ন খেলাধুলা অংশকারিদের পুরস্কার তুলে দেন।
বিভিন্ন খেলাধুলা পুরস্কৃত করা হচ্ছে অংশগ্রহণকারীদের।ছবি- নিজস্ব চিত্র।
শিরিষতলা ক্লাব গোলকুঠিপাড়া উদ্যোগে এই পুজো ১৮ তম বর্ষে পদার্পণ করল।শাস্ত্রীয় মতে নিষ্ঠাসহকালে পুজো হচ্ছে বাকদেবীর।শিরিষতলা ক্লাব গোলকুঠিপাড়া পুজো কমিটির যুগ্ম সভাপতি বিকাশ মজুমদার, শুভেন্দু মন্ডল,যুগ্ম সহ সভাপতি গনেশ মন্ডল, অতীশ বৈদ্য,যুগ্ম সম্পাদক সন্তোষ রায়,ঝন্টু পুরকাইত,যুগ্ম সহ সম্পাদক প্রশান্ত মন্ডল,নিতীশ বৈদ্য,সদস্য স্বপন মন্ডল,রতন মাইতি, বিদ্যা মন্ডল,অনিকেত পাত্র, বিশ্বজিৎ মণ্ডল,শুভঙ্কর মন্ডল প্রমূখরা বলেন শাস্ত্রীয় মতে নিষ্ঠা সহকারে বসন্তের প্রাক্কালে আনন্দময় আবাহনে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনায় ব্রত হয়েছি।আর এই পুজোকে কেন্দ্র করে চলে সাতদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান।দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়েছে।কৃতি ছাত্র ছাত্রীদের সম্বধনা দেওয়া হয়েছে।তারা আরও বলেন বসে আঁকা ও বিভিন্ন খেলাধুলা বহু ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে।তাদের কে পুরস্কৃত করা হয়েছে।ফলে খেলাধূলা তারা উৎসাহ পাবে।এছাড়া সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এপার বাংলা আর ওপার কৃষ্টি-সংস্কৃতিক মেল বন্ধন ঘটানো প্রয়াস বাকদেবীর স্পর্শে।আগামী দিনে আরও বড় মাপের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের করার জন্য নজর থাকবে।এই পূজো কে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মেতে ওঠে বাকদেবীর বন্দনায়।যা সর্ব ধর্মের মেল বন্ধন সৃষ্টি করে।
বিভিন্ন খেলাধুলা পুরস্কৃত করা হচ্ছে অংশগ্রহণকারীদের।ছবি- নিজস্ব চিত্র।
শিরিষতলা ক্লাব গোলকুঠিপাড়া উদ্যোগে এই পুজো ১৮ তম বর্ষে পদার্পণ করল।শাস্ত্রীয় মতে নিষ্ঠাসহকালে পুজো হচ্ছে বাকদেবীর।শিরিষতলা ক্লাব গোলকুঠিপাড়া পুজো কমিটির যুগ্ম সভাপতি বিকাশ মজুমদার, শুভেন্দু মন্ডল,যুগ্ম সহ সভাপতি গনেশ মন্ডল, অতীশ বৈদ্য,যুগ্ম সম্পাদক সন্তোষ রায়,ঝন্টু পুরকাইত,যুগ্ম সহ সম্পাদক প্রশান্ত মন্ডল,নিতীশ বৈদ্য,সদস্য স্বপন মন্ডল,রতন মাইতি, বিদ্যা মন্ডল,অনিকেত পাত্র, বিশ্বজিৎ মণ্ডল,শুভঙ্কর মন্ডল প্রমূখরা বলেন শাস্ত্রীয় মতে নিষ্ঠা সহকারে বসন্তের প্রাক্কালে আনন্দময় আবাহনে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনায় ব্রত হয়েছি।আর এই পুজোকে কেন্দ্র করে চলে সাতদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান।দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়েছে।কৃতি ছাত্র ছাত্রীদের সম্বধনা দেওয়া হয়েছে।তারা আরও বলেন বসে আঁকা ও বিভিন্ন খেলাধুলা বহু ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে।তাদের কে পুরস্কৃত করা হয়েছে।ফলে খেলাধূলা তারা উৎসাহ পাবে।এছাড়া সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এপার বাংলা আর ওপার কৃষ্টি-সংস্কৃতিক মেল বন্ধন ঘটানো প্রয়াস বাকদেবীর স্পর্শে।আগামী দিনে আরও বড় মাপের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের করার জন্য নজর থাকবে।এই পূজো কে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মেতে ওঠে বাকদেবীর বন্দনায়।যা সর্ব ধর্মের মেল বন্ধন সৃষ্টি করে।