বগুলাখালি গ্রাম থেকে উদ্ধার হওয়া দুইটি বন বিড়াল কে ছেড়ে দিল বনকর্মীরা সজনেখালি জঙ্গলে-

বগুলাখালি গ্রাম থেকে উদ্ধার হওয়া দুইটি বন বিড়াল কে ছেড়ে দিল বনকর্মীরা সজনেখালি জঙ্গলে-



নিজস্ব প্রতিনিধি |গোসাবা| বগুলাখালি গ্রামের বাসিন্দা গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্করের বাড়ি থেকে দুটি বন বিড়াল উদ্ধার করে বনকর্মীরা।গ্রামবাসীরা জাল দিয়ে বন বিড়াল দুটি কে ধরে বনকর্মীদের খবর দিলে বনকর্মীরা এসে বন বিড়াল দুটি কে উদ্ধার করে নিয়ে যায় সজনেখালি ফরেস্ট ক্যাম্পে।সেখানে তার কিছু দিন ধরে চিৎকিসা চলে।চিকিৎসকরা বন বিড়াল দুটি কে সুস্থ বললে সজনেখালি রেঞ্জর বনকর্মীরা মঙ্গলবার সজনেখালি জঙ্গলে ছেড়ে দেয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে চুনাখালির বগুলাখালি গ্রামে বেশ কিছু দিন ধরে দুইটি বন বিড়াল হানা দিয়ে মানুষের বাড়ি থেকে হাঁস মুরগি শিকার করে নিয়ে যাচ্ছিল।

গত ১১জানুয়ারি গ্রামবাসীরা রাত জেগে জাল দিয়ে বন্দি করে বন বিড়াল দুটি কে।তারা বনদফতরের খবর দেয়।খবর বনকর্মীরা ঘটনাস্থলে এসে বন বিড়াল দুটি কে উদ্ধার করে সজনেখালি ফরেস্ট ক্যাম্পে নিয়ে যায়।সেখানে চিকিৎসাকরা বেশ কিছু দিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে বন বিড়াল দুটি কে।সুস্থ হলে বনকর্মীরা সজনেখালী জঙ্গলে ছেড়ে দেয় বন বিড়াল দুটি কে।সজনেখালি রেঞ্জ ফরেস্ট জানান দুটি বন বিড়াল উদ্ধার করে বনকর্মীরা।সুস্থ হলে সজনেখালি জঙ্গলে ছেড়ে দেয় বনকর্মীরা বন বিড়াল দুটি কে।বগুলাখালি গ্রামের বাসিন্দা তথা গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর বলেন আমার বাড়িতে এবং গ্রামের বেশকিছু মানুষজনের বাড়িতে দুইটি বন বিড়াল হানা দিয়ে হাঁস মুরগি শিকার করছিল।গ্রামবাসীরা রাতে জাল দিয়ে বন বিড়াল দুটি কে বন্দি করে এবং বন দফতরকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা এসে বন বিড়াল দুটি কে উদ্ধার করে নিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন