SBI - তে চটি পরে যাওয়া নিষিদ্ধ
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই গাইডলাইনে নির্দিষ্ট করা হয়েছে কর্মীদের পোশাকবিধি। বলা হয়েছে, পরিষ্কার জামাকাপড় পরতে হবে। অফিসে অবশ্যই জুতো পরে আসতে হবে, চটি পরা যাবে না। কেবল জুতো পরে আসাই নয়, জুতোর রং যেন মেলে বেল্টের সঙ্গে। মোজার সঙ্গে মানানসই রংয়ের প্যান্ট পরতে হবে। গ্রাহকদের সঙ্গে কথা বলার সময়ে সিনিয়র পুরুষ কর্মীদের পরতে হবে টাই। টি-শার্ট, জিন্স, স্নিকার্স, স্পোর্টস শু— এ সব পরা চলবে না।
আরো বিস্তারিত জানতে পড়ুন - click here