সুন্দরবন TV ওয়েবপেজ এনে দিয়েছে দারুণ সুযোগ।
আজ সকালে অনেকের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আবার অনেকেই দিচ্ছেন বা খুব তারাতারি দিয়ে ফেলবেন। পুজোর পর্ব শেষ হলে সবাই একটা কাজ অবশ্যয় করবে। কিছু হোক বা না হোক একটি সেলফি তো নেওয়া চাই। আর সেই সেলফি পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আপনার বাড়ির পুজো, পাড়া, ক্লাব,স্কুল,কলেজ যেকোনো যায়গার পুজোর ছবি ও সেই প্রতিষ্ঠানের নাম, কে তুলেছে, সমস্ত বিবরন দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিন আমাদের ইমেল এ হয়াটসআপ নান্বারে - 8001065956
sundarbanr@gmail.com