ডায়মন্ডহারবার লোকাল ট্রেনে ছিনতাই বাজদের তান্ডব,জখম রেলযাত্রী-
নিজস্ব প্রতিনিধি|ডায়মন্ডহারবার|শিয়ালদহ দক্ষিন শাখার লাস্ট ডাউন ডাইমন্ড হারবার লোকালে চললো দুস্কৃতি তান্ডব। ট্রেনে পাথর ও কাঁচের বোতল ছুড়ে ভাঙচুর করা হয়। মারধোর করা হয় যাত্রিদের। লুঠ করা হয় যাত্রিদের মাল ভর্তি ঝাঁকা, টাকা, মোবাইল এমনকি এক যাত্রিকে নামিয়ে নেয় দুস্কৃতিরা।
বারুইপুরে জখম রেলযাত্রীরা।ছবি নিজস্ব চিত্র
ঘটনাটি ঘটেছে বুধবার রাত এগারোটা বিয়াল্লিশের লাস্ট ডাইমন্ড হারবার লোকাল সোনারপুর স্টেশনে আসে তখন ভেন্ডারে থাকা এক বয়স্ক যাত্রির সঙ্গে বেস কয়েকজন বাজে ব্যবহার করে তারি প্রতিবাদ করে কয়েকজন যুবক তখনি মারমুখি হয়ে ওঠে সংখায় বেশি থাকা দুস্কৃতি দল। শুরু হয়ে যায় এলো পাথারি মারধোর , আর লুঠপাঠ। এতেই খান্ত হয়নি দুস্কৃতি দলটি তারা মল্লিক পুর স্টেশনে নেবে ট্রেনটিকে দার করিয়ে এলোপাথারি প্লাটফর্মে রাখা কাঁচের বোতল ও রেল লাইনের পাথর তুলে ট্রেনের ভ্ান্ডার বোগি ও প্যাসেঞ্জার বোগি লক্ষ করে ছউরতে থাকে। পাথর ও বোতলের ঘায়ে আহত হয় বেশ কয়েকজন ভেঙ্গে যায় ট্রেনের জানলার কাঁচ প্রায় চার পাঁচ মিনিট মল্লিক পুর স্টেশনে এই ভাবে তান্ডব চালায় এই দুস্কৃতি দল। এমনকি তারা অভিজিৎ সরদার নামে এক যাত্রিকে ট্রেন থেকে নামিয়ে নেয়। এর পর ট্রেনটি বারুইপুর স্টেশনে ঢুকলে খৃপ্ত ট্রেন যাত্রিরা দুস্কৃতিদের গ্রেফতারের দাবিতে এবং নামিয়ে নেওয়া যাত্রিকে উদ্ধারের দাবিতে ট্রেনের সামনে দাড়িয়ে অবরোধ শুরু করে দেয়। পরে বারুইপুর জি আর পি আহত যাত্রিদের চিকিৎসা, দুস্কৃতিদের গ্রেফতার ও মল্লিক পুর স্টেশনে নামিয়ে নেওয়া যাত্রিকে উদ্ধারের আস্বাস দিলে প্রায় কুরি মিনিট পরে অবরোধ তুলে নেয় যাত্রিরা।
আহত যাত্রিদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বারুইপুর জি আর পি ও বারুইপুর আর পি এফ। পরে মল্লিক পুর স্টেশন থেকে বারুইপুর জি আর পি অপহৃত যাত্রিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে আনে। গোটা ঘটনায় রাতের ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রস্ন উঠছে।এই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর জি আর পি ও আর পি এফ এবং বারুইপুর জি আর পি ও আর পি এফ যৌথ ভাবে।এ দিকে গুরুদাস নগর স্টেশন ছেড়ে ট্রেনটি ডায়মন্ডহারবার স্টেশনে ঢোকার আগে এক ছিনতাই বাজের সঙ্গে রেলযাত্রী শান্তনু গায়েনের ধস্তাধস্তি শুরু হয় ট্রেনের মধ্যে ।ছিনতাইবাজ লোহার রড দিয়ে মাথায় মারে রেলযাত্রীর।রক্তাক্ত অবস্থায় রেলযাত্রী শান্তনু গায়েন ছিনতাইবাজকে জাবটে ধরে রাখে।ট্রেনটি ডায়মন্ডহারবার স্টেশনে ঢুকলে রেলযাত্রী চিৎকার করতে থাকে।চিৎকার শুনে বেশ কিছু রেলযাত্রী ছুটে আসে।খবর পেয়ে আসে জি আর পি পুলিশ।রেলযাত্রীরা ছিনতাইবাজ কে জি আর পির হাতে তুলে দিলে তাকে গ্রেফতার করে রেল পুলিশ।জখম রেলযাত্রী শান্তনু গায়েনকে রেল পুলিশ উদ্ধার করে ডায়মন্ডহারবার সদর হাসপাতালে ভর্তি করে।সেখানে তার চিকিৎসা চলছে।তার বাড়ি ডায়মন্ডহারবার মাধবপুর গ্রামে।সে সেলসম্যানের কাজ করে।এ বিষয়ে ডায়মন্ডহারবার জি আর পি পুলিশ তদন্ত শুরু করেছে।