ঝড়খালীতে গায়ে আগুন ধরিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা ধৃত স্বামী

ঝড়খালীতে গায়ে আগুন ধরিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা ধৃত স্বামী


ঝড়খালী, ৮ ফেব্রুয়ারি - বাসন্তী ব্লকের ঝড়খালীর ৪ নং নেহেরু পল্লিতে আজ দুপুর ১ টা নাগাত এক গৃহ বধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। স্বামী বাবলু বিশ্বাস মদ্যপ অবস্থায় বাড়িতে এলে স্ত্রী লক্ষী বিশ্বাস প্রতিবাদ করেন। আর এই প্রতিবাদের জেরে  এখন জীবন সংকটময়। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় যে মদ খেয়ে স্বামী বাড়িতে এসে অশান্তী করতেন প্রায় সময়। লক্ষী বিশ্বাস প্রতিবাদ করতে গেলে ঝগড়া হত স্বামী স্ত্রীর মধ্যে।  আজ ও বাবলু বিশ্বাস মদ খেয়ে বাড়িতে এসে স্ত্রীর সাথে ঝগড়া  শুরু করেন। আর এই ঝগড়ার সময় স্ত্রীর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন বাবলু বিশ্বাস। সেই আগুন লেগে যায় ঘড়ে,  ছাই হয়ে যায় মাটির বাড়ি। গ্রাম বাসিরা ঘটনা স্থল থেকে লক্ষীকে উদ্ধার করেন এবং ঝড়খালী কোষ্টাল থানার তৎপরতায় লক্ষী বিশ্বাস কে বাসন্তী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। পুলিশের সাথে  গ্রামবাসীরা  এগিয়ে এসে পাম্প লাগিয়ে, বালতি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।  ঘটনা স্থল থেকে বাবলু  বিশ্বাস কে  আটক করেন ঝড়খালী কোষ্টাল থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন