বাসন্তীতে সেতুর নীচ থেকে বোমা উদ্ধার।
নিজস্ব প্রতিনিধি।শুক্রবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং এস ডি পি ও দেবীদয়াল কুন্ডুর নেতৃত্বে পুলিশবাহিনী অভিযান চালিয়ে বোম উদ্ধার করল সেতুর নীচ থেকে তাজা ১১ টি বোমা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া সেতুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছু দুষ্কৃতী বস্তার মধ্যে বোমা মজবুত করে রেখে দিয়েছে আমঝাড়া সেতুর নীচে।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং এস ডি পি ও নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে বস্তার মধ্যে থেকে ১১ টি বোম উদ্ধার করে।তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।কে বা কারা কী কারণে এলাকায় বোম মজুত করেছিল তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ।বেশকিছু দিন আগে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ টি তাজা বোমা উদ্ধার করে নিষ্কীয় করে দেয়।পুলিশ জানান সেতুর নীচ থেকে বস্তার মধ্যে থেকে ১১ টি বোমা উদ্ধার করা হয়।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।