ক্যানিং-১ ব্লকে ত্রি-চক্র মৎস্য যান বিতরন মৎস্যজীবীদের
ক্যানিং-১ বিডিও অফিস প্রাঙ্গনে ত্রি-চক্র মৎস্য যান প্রকল্পে মহিলা মৎস্যজীবীর হাতে মৎস্য যান ও সরঞ্জাম তুলে দিচ্ছে রাজ্য মৎস্য দফতরের ডেপুটি ডিরেক্টর এ এস আলভি,জেলা সহ মৎস্য অধিকর্ত্তা শঙ্খ চক্রবর্তী, বিডিও নীলাদ্রি শেখর দে,ক্যানিং-১ ব্লক মৎস্য আধিকারিক অরুন কুমার দেব।ছবি নিজস্ব চিত্র।
নিজস্ব প্রতিনিধি |ক্যানিং|
বৃহস্পতিরবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের বিডিও অফিস প্রাঙ্গনে রাজ্য মৎস্য দফতরের উদ্যোগে এবং জেলা ও ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সহযোগিতা ত্রি-চক্র মৎস্য যান প্রকল্পে মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়া হল মৎস্য যান,পাল্লা বাটকারা,মাছ কাটার বটি,তাপ নির্বাহী বাক্স,জাল,হাড়ি এবং ব্যবসা করার জন্য তিনি হাজার টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মৎস্য দফতরের ডেপুটি ডিরেক্টর এ এস আলভি,জেলা সহ মৎস্য অধিকর্ত্তা শঙ্খ চক্রবর্তী,ক্যানিং-১ ব্লক মৎস্য আধিকারিক অরুন কুমার দেব,ক্যানিং ১ বিডিও নীলাদ্রি শেখর দে,যুগ্ম বিডিও জয়প্রকাশ মন্ডল,বিশিষ্ট্য সমাজসেবক অশোক পাত্র,সৌরভ ভুঁইয়া,অজয় কয়াল,প্রমুখ।নারী দিবসে মৎস্যজীবী মহিলারা মৎস যান পেয়ে খুশি।এদিনের অনুষ্ঠানে রাজ্যে মৎস্য দফতরের ডেপুটি ডিরেক্টর এ এস আলভি বলেন ত্রি-চক্র মৎস্য যান প্রকল্পে মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়া হল মৎস্য যান ভ্যান গাড়ি,তাপ নির্বাহী বাক্স, জাল, হাড়ি, পাল্লা বাটকারা, মাছ কাটার বটি তুলে দেওয়া হল।পাশাপাশি ব্যবসা করার জন্য মৎস্যজীবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হল।আন্তজার্তিক নারী দিবসে বেশ কিছু নারীদের হাতে তুলে দেওয়া হয় মৎস্য যান।তিনি আরও বলেন যে ভাবে সুন্দরবনের মহিলারা জীবনের ঝুঁকি নিয়ে নদীতে খালে বিলে মাছ, কাঁকড়া,মিন ধরছে তাতে অনেক সময় বাঘ কূমিরষ এবং সর্প দংর্শনে ক্ষতিগ্রস্হ হচ্ছে।ফলে এই প্রকল্পে মাধ্যমে তারা উপকৃত হবে।পাশাপাশি পরিবেশ ভারসাম্য রক্ষা হবে।এদিনের অনুষ্ঠানে মৎস্যজীবী ও সাধারন মানুষজনের ভীড় ছিল চোখে পড়ার মতন।