ক্যানিং এ পুকুর কে কেন্দ্র করে দাদা হাতে জখম ভাই।
নিজস্ব প্রতিনিধি। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা অঞ্চলের দক্ষিন রেদোখালী গ্রামে বাবা ভীম অধিকারী সাথে ছেলে উত্তম অধিকারীর বাড়ীর পুকুর নিয়ে বিবাদ বাদে আর বিবাদের জেরে উত্তেজিত হয়ে তখন উত্তম অধিকারী বাবা ভীম কে ধাক্কা ধাক্কি করতে থাকে।সেই সময় উত্তম অধিকারি দাদা মিঠুন অধিকারী তার ভাই উত্তম অধিকারী কে হঠাই দাঁ দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।জখম উত্তমের চিৎকার শুনে স্থানীয় মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে।বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।একটি পুকুর কে কেন্দ্র করে বচসার জেরে উত্তেজিত হয়ে যে ভাব দাদা দাঁ দিয়ে ভাই কে কোপালো তাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী।এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।