ক্যানিং এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন জন
নিজস্ব প্রতিনিধি।শুক্রবার ভোরের আলো ফুঁটতে না ফুঁটতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে তিন জনকে।ধৃতদের নাম পরিমল গায়েন,কার্ত্তিক মন্ডল,গৌড় নস্কর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নোনাঘেরী ও উত্তর রেদোখালী গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে গোসাবা কুমিরমারি গ্রামের বাসিন্দা পরিমল গায়েন ও কার্ত্তিক মন্ডল এবং উত্তর রেদোখালী গ্রামে বাসিন্দা গৌড় নস্কর।ক্যানিং নোনাঘেরী এলাকায় পরিমল গায়েনের আরও একটি বাড়ি আছে।সেই বাড়িতে কার্ত্তিক মন্ডল ও পরিমল গায়েন ছিল।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ পরিমল গায়েন,কার্ত্তিক মন্ডল ও উত্তর রেদোখালী থেকে গৌড় নস্কর কে গ্রেফতার করে।পুলিশ ধৃতদের কাছ থেকে ১ টি ওয়ান সার্টার বন্দুক,৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।এদিন দুপুরে পুলিশ ধৃত ৩ জন কে আলিপুর কোর্টে তুললে বিচারক ধৃত পরিমল গায়েন ও কার্ত্তিক মন্ডল কে ৭ দিনের পুলিশি হেফাজতে এবং গৌড় নস্কর কে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।এদিকে পুলিশ এ বিষয়ে পূর্ন তদন্ত শুরু করেছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ জানান গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৩ জন গ্রেফতার করা হয়েছে।ধৃতদের কাছ থেকে ১ টি ওয়ান সার্টার বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।ধৃতদের আলিপুর কোর্টে তোলা হয়েছে ।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।