কুলপিতে শিব পুজোর চিড়ের প্রসাদ খেয়ে অসুস্থ ২০০ জন।

কুলপিতে শিব পুজোর চিড়ের প্রসাদ খেয়ে অসুস্থ ২০০ জন।




 নিজস্ব প্রতিনিধি |শনিবার সকালে শিব ‌পুজোর চিড়ের  প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২০০ জন।এদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশী।তবে বেশ কিছু শিশুও আছে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বাবুরমহল গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাবুরমহল গ্রামে বহু দিনের এক শিব মন্দির আছে।প্রতি বছর শাস্ত্রীয় মতে এই মন্দিরে নীল পুজো হয়।এবার ও শাস্ত্রীয় মতে নীল পুজো হয়।আর এই পুজোর চিড়ের প্রসাদ এদিন সকাল ৯ টায় বিতরন করে মন্দির থেকে।গ্রামের মানুষজন প্রসাদ খেয়ে দুই ঘন্টার পর থেকে অসুস্থ হয়ে পড়তে থাকে।কুলপি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এবং কাকদ্বীপ হাসপাতালে ভর্তি হয় ২০০ জন প্রত্যেকের পেটের যন্ত্রনা, বমি ও পেট খারাপের উপসর্গ নিয়ে। তবে কাকদ্বীপ হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে ভর্তি হওয়া প্রত্যেক রোগী স্থিতিশীল আছে।আগামী  রবিবার এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হবে বলে জানিয়েছেন ব্লক মেডিক্যাল অফিস।কুলপি কেন্দ্রের  বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন বাবুরমহল শিব মন্দিরের চিড়ের প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ২০০ জন।এদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি।তবে বেশ কিছু শিশুও অসুস্থ হয়ে পড়ে।এদের মধ্যে ৯০ জন কে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় চিকিৎসাকরা।বাকী ১১০ জন কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন।তবে প্রত্যেকে সুস্থ আছে।চিকিৎসার জন্য সব রচম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে বিষাক্ত কিছু পড়ে ছিল প্রসাদে।যার জন্য এমন ধরনের ঘটনা ঘটে।এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন