বাসন্তীর চড়াবিদ্যায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর নাসিংহোম,পলাতক নাসিং হোমের মালিক,পুলিশ সিল করে দিল নাসিং হোমটি
নিজস্ব প্রতিনিধি|বুধবার দক্ষিন চব্বিশ পরগনার বাসন্তী থানার চরাবিদ্যা গ্রামে একটি নার্সিংহোমে সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় বছর উনিশের মরুনি বিবি। কিন্তু দুপুরে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় যে মা ও তার গর্ভের বাচ্চা দুজনেই মারা গিয়েছে।যা শুনে বাড়ির লোকেরা উত্তেজিত হয়ে পরে ও গ্রামের বাড়িতে খবর দেয়।খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কয়েকশ গ্রামবাসী আসে ও ভাঙচুর শুরু করে দেয় নাসিং হোমের।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে চরাবিদ্যা গ্রামের বাসিন্দা গর্ভবতী গৃহবধূ মরুনি বিবি প্রসব যন্ত্রণা নিয়ে এ দিন সকালে গ্রামের নাসিং হোমে ভর্ত্তি হয়।
দুপুরে নাসিং হোম কতৃপক্ষ গর্ভবতী মহিলা কে মৃত বলে ঘোষনা করে।আর তখনি মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ তোলে নাসিং হোমের গাফিলতিতেই গর্ভের বাচ্চা ও মা দুজনের মৃত্যু হয়েছে।ফলে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।চলে নাসিং হোম ভাঙচুর।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী এবং খবর পেয়ে আসে বাসন্তী ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ। এ দিকে পুলিশ আসার আগেই অভিযুক্ত ডাক্তার ও নাসিং হোমের মালিক সানহার খান এবং নাসিং হোমের সকলেই পালিয়ে যায়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।চলেছে পুলিশি টহলদারি।পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।নাসিংহোমের মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।পলাতক নাসিংহোমের মালিক সানহার খান।তবে এদিন সন্ধ্যায় পুলিশ ও বি এম ও এইচ রামকৃষ্ণ ঘোষ অবৈধ নাসিং হোমটি সিল করে দেয়।
পুলিশ জানান এক গর্ভবতী মহিলার মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজিত গ্রামবাসীরা একটি নাসিং হোম ভাঙচুর করে।পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।চলছে পুলিশি টহলদারি।দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নাসিংহোমের মালিক পলাতক।তার খোঁজ চলছে।নাসিং হোমটি সিল করে দেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
মৃত গর্ভবতী মহিলা মরুনি বিবি(১৯)।ছবি
দুপুরে নাসিং হোম কতৃপক্ষ গর্ভবতী মহিলা কে মৃত বলে ঘোষনা করে।আর তখনি মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ তোলে নাসিং হোমের গাফিলতিতেই গর্ভের বাচ্চা ও মা দুজনের মৃত্যু হয়েছে।ফলে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।চলে নাসিং হোম ভাঙচুর।
বাসন্তী চড়াবিদ্যা গর্ভবতী মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা,ভাঙচুর নাসিংহোম।ছবি
সন্ধ্যায় নাসিং হোমটি সিল করে দিচ্ছে পুলিশ ও স্বাস্থ্য আধিকারিক।ছবি
পুলিশ জানান এক গর্ভবতী মহিলার মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজিত গ্রামবাসীরা একটি নাসিং হোম ভাঙচুর করে।পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।চলছে পুলিশি টহলদারি।দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নাসিংহোমের মালিক পলাতক।তার খোঁজ চলছে।নাসিং হোমটি সিল করে দেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।