ঝড়খালীতে মধ্যরাতে ঘড়ে আগুন।
নিজস্ব প্রতিনিধি | ঝড়খালী - গতকাল মধ্যরাতে ঝড়খালীর শহিদ নগর গ্রামের বলরাম মন্ডলের বাড়িতে আগুন লেগে যায়। রাতে রান্নার পর উনানের উপর ঘুটা শুকনো করতে দেওয়া ছিল। সেখান থেকে আগুন ধরে যায়। ঘুটের আগুন ধীরে ধীরে ছরিয়ে পরে রান্না ঘরে। রান্না ঘরে গ্যাস সিলেন্ডার থাকায় সিলেন্ডার ফেটে ঘড়ের সর্বত্র আগুন ছরিয়ে পড়ে। পাসে বাড়িরর গোয়াল ঘড়েও আগুন লেগে যায়। গ্রাম বাসিরা ঘটনাস্থলে এসে পরিবারের মানুষজনের উদ্ধার করে। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আশে। কোনো হতা হত ঘটেনি। ঘরের আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যায়।
দেখুন ভিডিও click here
দেখুন ভিডিও click here