ক্যানিং এ চলছে রমরমিয়ে দেহ ব্যবসা নীরব পুলিশ প্রশাসন-

ক্যানিং এ চলছে রমরমিয়ে দেহ ব্যবসা নীরব পুলিশ প্রশাসন-



নিজস্ব প্রতিনিধি।দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চলছে গোপনে রমরমিয়ে দেহ ব্যবসা।আর এই ব্যবসায় যুক্ত হয়ে পড়ছে বেশ কিছু গৃহবধূরা।টাকা পয়সার লালসায় জড়িয়ে পড়ছে বেশ কিছু গৃহবধূ এই দেহ ব্যবসায়।এমনকি এই দেহ ব্যবসায় জড়িয়ে শিকার হচ্ছে এডসের।মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরি পাড়া,কার্গিল পাড়া,মাতলা -১ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় গোপনে চলছে দেহ ব্যবসা।আর এর পিছনে তথ্য উঠে এসেছে দারিদ্র এবং অত্যাধিক টাকা পয়সার চাহিদা থেকে।কার্গিল পাড়া গ্রামে বেশ কিছু মানুষজন দিন মজুরির কাজ করে।আবার কেউ বা খবরের কাগজ বিক্রি করে হকারি করে।এরা সাধারণত কলকাতায় কাজে যায়।সকালে বাড়ি থেকে কাজ করতে বের হচ্ছে আর সেই রাতে বাড়ি ফিরছে কাজ করে।ফলে বাড়ি ফাঁকা থাকছে।আর এই সুযোগ কে কাজে লাগিয়ে বেশ কিছু গৃহবধূ গোপনে নিজের ঘরের মধ্যে চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা।এই সমস্ত গৃহবধূরা বিভিন্ন আত্মীস্বজনের পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা যাতে কেউ সন্দেহ না করে।আর খরিদ্দারের কাজ থেকে মোটা অঙ্কের টাকা আয় করছে।এমনকি তাদের কাছ থেকে গুছিয়ে নিচ্ছে সোনাদানা,আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র।আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দুপুরে বিকালে আবার কখনও কখনও গৃহবধূদের স্বামীরা রাতে না এলে তখন চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা।আর এই দেহ ব্যবসায় লিপ্ত হয়ে আক্রান্ত হয়ে পড়ছে এডসের।অতিরিক্ত টাকার লোভে দেহ ব্যবসায়ীরা কণ্ডোম ছাড়া দৈহিক সম্পর্ক ঘটাচ্ছে পুরুষ খরিদ্দারের সঙ্গে।আর যার ফলে শিকার হচ্ছে বিভিন্ন রোগ ব্যধিতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং এলাকায় বিভিন্ন হোটের,লজে যে ভাবে পুলিশি অভিযান চলে যার ফলে গ্রামের বিভিন্ন এলাকায় ব্যাঙ্গের ছাতার মতন গজিয়ে উঠেছে ঘরোয়া ভাবে গোপনে দেহ ব্যবসা।এমনকি বেশ কিছু গ্রামের মানুষজন দেহ ব্যবসার জন্য গোপনে ঘর ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা মুনাফা লুঠছে। পুলিশ জানান গ্রামের বেশ কিছু বাড়িতে গোপনে দেহ ব্যবসা চলছে এমন ধরনের খবর পাওয়া যায়নি।তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।আর এই ব্যবসায় কেউ জড়িত থাকলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন