কুলতলির মেরীগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে জখম এক ব্যক্তি
নিজস্ব প্রতিনিধি । শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানার মেরিগঞ্জ গ্রামে এস,ইউ,সি কর্মী মতিউর রহমান মোল্লা কে বেশ কয়েক জন দুষ্কৃতি দল আগ্নেয়াস্ত্র নিয়ে ঘিরে ধরে মারধোর ও গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা এমনি অভিযোগ স্থানীয়দের।তারা জানান বেশ কয়েকজন দুষ্কৃতী মারধর করে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।বিষয়টি থানায় জানানো হয়।এ দিকে মতিউর রহমান অভিযোগ করে বলেন এস,ইউ,সি পার্টি করি এটাই আমার অপরাধ। তাই দুপুরে যখন আমি একা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দুষ্কৃতিরা আমাকে ঘিরে ধরে মারধোর করে। আমি মাটিতে লুটিয়ে পরি তখন আমাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়। স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে এলাকার চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে কোন রকম পরিষেবা দিয়ে আনা হয় ক্যানিং মহকুমা হসপিটালে।এ দিকে দুষ্কৃতীদের ছোঁড়া গুলি মতিউর রহমানের বুকে গুলি লেগে পিঠ ফুঁড়ে বেরিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হসপিটাল চিকিৎসকরা মতিউর রহমান কে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে স্হান্তরিত করে।সেখানে তার চিকিৎসা চলছে।এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।চলছে পুলিশি টহলদারি।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।