ভোট প্রচারে অনেক এগিয়ে ৪৫ নম্বর জেলা পরিষদের তৃণমূলের প্রার্থী সুশীল সরদার
নিজস্ব প্রতিনিধি|দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের ৪৫ নম্বর জেলা পরিষদের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুশীল সরদার এবারের পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে অনেক এগিয়ে।সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে আবার কখন রোড শো করে ভোট প্রচারে অনেক এগিয়ে বিরোধী প্রার্থীদের চেয়ে তৃণমূলের প্রার্থী সুশীল সরদার ।
এবারে এই ৪৫ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী অজয় বায়েন, সিপিএমের জয়দেব মন্ডল, এস ইউ সি আই রঞ্জিত বায়েন, কংগ্রেসের হারান মিস্ত্রি ।মাতলা-১,দিঘীরপাড়, হাটপুকুরিয়া, দাঁড়িয়া পঞ্চায়েত গুলি নিয়ে ৪৫ নম্বর জেলা পরিষদ আসনটি গঠিত ।এই আসনে ভোটার সংখ্যা ৫৫,৭২০ জন।
গত নির্বাচনে এই আসনে তৃণমূলের প্রার্থী শৈবাল লাহিড়ী জয়ী হয়ে ছিল সিপিএমের প্রার্থী কে হারিয়ে ।তবে এবার আসনটি এস সি হওয়ায় দলের পক্ষ থেকে তৃণমূলের প্রার্থী হয় সুশীল সরদার। ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মধ্যক্ষ এবং ক্যানিং-১ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন সুশীল সরদার।ফলে কাজের মানুষ হিসেবে মানুষের কাছে খুবই পরিচিত আছে তিনি।অনেকেই সুশীল বাবুকে আদর করে বলে কাজের মানুষ কাছের মানুষ।তৃণমূলের জন্ম লগ্ন থেকে দলের একজন সৈনিক হয়ে মানুষ কে সঙ্গে নিয়ে নীরবে কাজ করে চলেছে মানুষের উন্নয়নে সুশীল সরদার ।দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশকে সামনে রেখে কাজ করে চলছে তিনি।রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাবে রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযঞ্জ করে চলেছে।
আর সেই উন্নয়নমূলক কাজ গুলি তুলে ধরছেন ভোটারদের কাছে তৃণমূলের প্রার্থী সুশীল সরদার।জয়ের বিষয়ে তিনি আশাবাদী।তৃণমূলের প্রার্থী সুশীল সরদার বলেন সুন্দরবন জুড়ে উন্নয়নের কর্মযঞ্জ চলছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে। তা সুন্দরবনবাসী চোখে দেখতে পাচ্ছে।রাস্তাঘাট,পানীয় জল,ঘরে ঘরে বিদ্যুৎ,সেচ, কৃষি,স্বাস্থ্য,শিক্ষা প্রমূখ উন্নয়নমূলক কাজ হয়েছে।এমনকি কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে যুবশ্রী,খাদ্য সাথী ,সবুজ সাথি, সবুজশ্রী, রুপশ্রী প্রমূখ প্রকল্পে উপকৃত হয়েছে গরীব মানুষ গুলি।মানুষ উন্নয়ন কে আশীর্বাদ করবে।জয়ের বিষয়ে আমি নিশ্চিত।তিনি আরও বলেন আরও উন্নয়ন মূলক কাজ করতে হবে মানুষকে সঙ্গে নিয়ে।ক্যানিং মহকুমা জুড়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে।দীর্ঘ ৩৪ বছরে বাম সরকার উন্নয়নে ব্যর্থ তা সকলের কাছে অজানা নয়।এই এলাকার মানুষ রাজনৈতিক সচেতন।মানুষ উন্নয়নকে আশীর্বাদ করবে।এদিকে রাজনৈতিক বিষেশঞ্জরা বলেন মূলত বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হবে এই আসনে।তবে লড়াইটা চতুর্থ মূখী।এদিকে কংগ্রেস, বিজেপি,সিপিএম এস ইউ সি আই প্রার্থীরা ভোটের প্রচারে নেমেছে।তারা বলেন জয়ের বিষয়ে আশাবাদী আমরা।
৪৫ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী অজয় বায়েন।
৪৫ নম্বর জেলা পরিষদের তৃণমূলের প্রার্থী সুশীল সরদার কোমড় বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে ।
আর সেই উন্নয়নমূলক কাজ গুলি তুলে ধরছেন ভোটারদের কাছে তৃণমূলের প্রার্থী সুশীল সরদার।জয়ের বিষয়ে তিনি আশাবাদী।তৃণমূলের প্রার্থী সুশীল সরদার বলেন সুন্দরবন জুড়ে উন্নয়নের কর্মযঞ্জ চলছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে। তা সুন্দরবনবাসী চোখে দেখতে পাচ্ছে।রাস্তাঘাট,পানীয় জল,ঘরে ঘরে বিদ্যুৎ,সেচ, কৃষি,স্বাস্থ্য,শিক্ষা প্রমূখ উন্নয়নমূলক কাজ হয়েছে।এমনকি কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে যুবশ্রী,খাদ্য সাথী ,সবুজ সাথি, সবুজশ্রী, রুপশ্রী প্রমূখ প্রকল্পে উপকৃত হয়েছে গরীব মানুষ গুলি।মানুষ উন্নয়ন কে আশীর্বাদ করবে।জয়ের বিষয়ে আমি নিশ্চিত।তিনি আরও বলেন আরও উন্নয়ন মূলক কাজ করতে হবে মানুষকে সঙ্গে নিয়ে।ক্যানিং মহকুমা জুড়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে।দীর্ঘ ৩৪ বছরে বাম সরকার উন্নয়নে ব্যর্থ তা সকলের কাছে অজানা নয়।এই এলাকার মানুষ রাজনৈতিক সচেতন।মানুষ উন্নয়নকে আশীর্বাদ করবে।এদিকে রাজনৈতিক বিষেশঞ্জরা বলেন মূলত বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হবে এই আসনে।তবে লড়াইটা চতুর্থ মূখী।এদিকে কংগ্রেস, বিজেপি,সিপিএম এস ইউ সি আই প্রার্থীরা ভোটের প্রচারে নেমেছে।তারা বলেন জয়ের বিষয়ে আশাবাদী আমরা।