রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিজিট ক্যানিং ডাবু ইকো ট্যুরিজম গড়ে তুলতে
ক্যানিং কমিনিটি হলের কাজ পরিদর্শন করছে জেলা শাসক ওয়াই রত্নাকর রাও, মহকুমা শাসক অদিতি চৌধারী, বিধায়ক শ্যামল মন্ডল প্রমূখ।ছবি
বিশ্বজিৎ পাল|ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের সাতমুখী গ্রামে সোমবার বিকাল ৫ টা থেকে এক ঘন্টা ধরে ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভাগীয় দফতরের আধিকারিকরা ক্যানিং ডাবু ইকো-ট্যুরিজম গড়ে তুলতে।এদিন ডাবু পযটন কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা শাসক ওয়াই রত্নাকর রাও,মহকুমা শাসক অদিতি চৌধারী,ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল,জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী,এডিএমএলএ,সেচ দফতরের ইঞ্জিনিয়ার,বিভাগীয় দফতরের আধিকারিক প্রমুখ।
এদিন ক্যানিং ডাবু পরিদর্শন করে একটি প্রশাসনিক বৈঠক করেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে।এছাড়া বৈতরণী প্রকল্পে ১ কোটি ব্যয়ে ক্যানিং বৈদ্যুতিক চুল্লী ও মহাশশ্মান,কমিনিটি হল,ক্যানিং এসিজেএম কোর্ট,আধুনিক বাস টার্মিনাল প্রমুখ উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয় প্রশাসনিক বৈঠক এবং কাজের পরিদর্শন করে তারা।চলতি বছরে ২৬ মার্চ দক্ষিণ ২৪ পরগনার জেলার প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যানিং ডাবু পযটন কেন্দ্রেটি সংস্কার করে ইকো-ট্যুরিজম গড়ে তোলার নির্দেশ দেন বিভাগীয় দফতর কে।আর সেই কাজ বাস্তবে রুপ দিতে বৃষ্টি মধ্যেই ভীজে এদিন কোমড় বেঁধে নেমে পড়লেন জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক,বিধায়ক,সরকারি আধিকারিক,ইঞ্জিনিয়ার, প্রমুখ সরকারী কর্মচারীরা।পোর্ট ক্যানিং আমলে ১৮৬২-৬৬ সালে ১০০ একর জমিতে ডাবু কেন্দ্রটি গড়ে ওঠে।পরবর্তীকালে ১৯৮৪ সালে চালু হয় ক্যানিং ডাবু পযটন কেন্দ্র ও পিকনিক গার্ডেন চালু হয়।প্রাকৃতিক সৌন্দর্য ডাবু কেন্দ্র প্রতিদিন হাজার হাজার সুন্দরবন পযটকরা আসতো।বিগত বাম সরকারের ব্যর্থতায় দীর্ঘ ২০ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে।ফলে দুষ্কৃতীরা বহু মূল্যবান গাছ,বিদ্যুতিক তার এবং মূল্যবান জিনিসপত্র চুরি করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা।ডাবু পযটন কেন্দ্রে মাতলা নদীর ম্যানগ্রোভ জঙ্গল এবং নদীতে নৌকা বিহার পযটকদের কাছে আকষনীয় ছিল।এদিন প্রশাসনিক বৈঠক এবং বিভিন্ন কাজের পরিদর্শনের করে জেলা শাসক ওয়াই রত্নাকর রাও বলেন ক্যানিং মহকুমা শাসক ভবনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়।বিশেষ করে ক্যানিং ডাবু ইকো-ট্যুরিজম কেন্দ্র গড়ে তুলতে,ক্যানিং এসিজেএম কোর্ট, ক্যানিং বৈদ্যুতিক চুল্লী ও মহাশশ্মান, ক্যানিং কমিনিটি হল,আধুনিক বাস টার্মিনাল প্রমুখ উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয় এবং কাজগুলি পরিদর্শন করা হয়।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও নির্দশে ক্যানিং মহকুমা জুড়ে উন্নয়ন কাজ চলছে।ক্যানিং ডাবু ইকো-ট্যুরিজম গড়ে তুলতে,এসিজেএম কোর্ট, কমিনিটি হল, বৈদ্যুতিক চুল্লী ও মহাশশ্মান প্রমুখ কাজ নিয়ে আলোচনা করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে।যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে সেইগুলি দ্রুত শেষ করতে খতিয়ে দেখা হয়।ডাবু পরিদর্শন করা হয় ইকো-ট্যুরিজম গড়ে তোলার জন্য।এদিন সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজগুলি পরিদর্শন করে তারা।
দেখুন ভিডিও এখানে টাচ করুন