জীবনতলা বজ্রপাতে মৃত্যু কৃষকের।

জীবনতলা বজ্রপাতে মৃত্যু কৃষকের।



জীবনতলা বজ্রপাতে মৃত্যু কৃষক মনো সেখ (৪২)।ছবি - নিজস্ব চিত্র।
জীবনতলা|মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই ঝড় বৃষ্টি হলে বজ্রপাতে মৃত্যু হয় এক কৃষকের। মৃত কৃষকের নাম মনো সেখ (৪২)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার কালিকাতলায় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালিকাতলা গ্রামের বাসিন্দা কৃষক মনো সেখ  চাষের জমির আলবাঁধ দিচ্ছিল মাটি কেটে। সেই সময় মুষলধারায় বৃষ্টি নামে এবং ঝড়।কৃষক মনো সেখের স্ত্রী জাহানারা বিবি তাঁকে বাড়িতে ডেকে আনতে জমিতে যায়। কৃষক মনো সেখ স্ত্রী কে বলে কাজ শেষ করেই বাড়ি যাচ্ছি আর একটু সময় লাগবে। তার কিছুক্ষণ পরে হঠাৎই বজ্রপাত পড়ে কৃষক মনো সেখের উপর। বজ্রপাতে সারা শরীর ঝলসে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় নেমে আসে  শোকের ছায়া।পরিবারের সদস্যরা ভেঙে পড়ে কান্নায়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন