কাকদ্বীপে জোয়ারের জলের তোড়ে ভেঙ্গে পড়ল জেটির গ্যাংওয়ে
কাকদ্বীপে লট নম্বর ৮ এর ৪ নম্বর জেটির গ্যাংওয়ে ভেঙে গেলে জোয়ারের জলের তোড়ে।ছবি নিজস্ব চিত্র।
কাকদ্বীপ|বৃহস্পতিরবার জোয়ারের জলের তোড়ে জেটির গ্যাংওয়ে ভেঙে গেলে জল পথে যাতায়াতে বিপত্তি ঘটে নিত্য যাত্রীদের।ফলে বেশকিছুক্ষন ফেরী চলাচল বন্ধ হয়ে যায়।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার মুড়িগঙ্গা নদীর লট নম্বর ৮-এর ৪ নম্বর জেটিঘাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল দশটা নাগাদ জোয়ারের জলের তোড়ে ৪ নম্বর জেটির একটি সকেট ভেঙে যায়।
যদিও ওই সময় জেটি ঘাটে কোন যাত্রী না থাকায়, বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
খুব কম দামে কেনাকাটা করুন INDIA SHOP
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন কাকদ্বীপের বিডিও পার্থ বন্দোপাধ্যায়, কাকদ্বীপ সেচ দফতরের আধিকারিক ও ভূতল পরিবহণের প্রতিনিধিরা,ইঞ্জিনিয়ার প্রমখ।সংস্কারের জন্য আপাতত ৪ নম্বর জেটি থেকে ভেসেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ১ নম্বর জেটি থেকে যাত্রী পারাপার করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানান ‘ ৪ নম্বর জেটি থেকে ভেসেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী ভিত্তিক মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুতগতিতে মেরামতের কাজ চলছে।খুব শীঘ্রই জেটির কাজটি সম্পন্ন হয়ে যাবে।
খুব কম দামে কেনাকাটা করুন INDIA SHOP
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন কাকদ্বীপের বিডিও পার্থ বন্দোপাধ্যায়, কাকদ্বীপ সেচ দফতরের আধিকারিক ও ভূতল পরিবহণের প্রতিনিধিরা,ইঞ্জিনিয়ার প্রমখ।সংস্কারের জন্য আপাতত ৪ নম্বর জেটি থেকে ভেসেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ১ নম্বর জেটি থেকে যাত্রী পারাপার করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানান ‘ ৪ নম্বর জেটি থেকে ভেসেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী ভিত্তিক মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুতগতিতে মেরামতের কাজ চলছে।খুব শীঘ্রই জেটির কাজটি সম্পন্ন হয়ে যাবে।