পাথর প্রতিমায় জলে ডুবে মৃত্যু দাদা ও বোনের

পাথর প্রতিমায় জলে ডুবে মৃত্যু দাদা ও বোনের

পাথর প্রতিমা দক্ষিণ গোপালনগর গ্রামে পুকুরের জলে ডুবে মৃত্যু দাদা ও বোনের।কান্না ভেঙ্গে পড়েছে মৃতের পরিবারের সদস্যরা।ছবি- নিজস্ব চিত্র।


পাথর প্রতিমা।শুক্রবার সকাল ১০ টায় পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলে মৃত্যু হয় দাদা ও বোনের।মৃত দাদা ও বোনের নাম অর্নব গিরি (৮) ও অনিন্দিতা  গিরি  (৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার পাথর প্রতিমা থানার দক্ষিণ গোপালনগর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ গোপালনগর গ্রামের বাসিন্দা মানিক গিরি ও শতদ্রুহি গিরি তারা দুই ভাই এক সঙ্গে থাকে একই পরিবারে।দুজনে চাষবাস করে কোন মতে সংসার চালায়।মানিক গিরি ছেলে অর্নব গিরি এবং শতদ্রুহি গিরি মেয়ে অনিন্দিতা গিরি।অর্নব ও অনিন্দিতা দুজনে দুর্গেস কুমার এফ পি স্কুলে তৃতীয় ও প্রথম শ্রেনীতে পঠন পাঠন করে।এদিন স্কুলে যাওয়া জন্য দাদা অর্নব ও বোন অনিন্দিতা দুজনে পুকুরে যায় স্নান করতে।বাড়ির একটু কাছে পুকুর।অনেকক্ষণ আসছে না দেখে মানিক গিরি পুকুরে আসে।
দেখে পুকুরে কেউ নেই।তখন সে চিৎকার করতে থাকে।তার চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসে।তারা খোজা খুঁজি করতে থাকে।কিছুক্ষণ পরে দেহ দু’টি পুকুরের জলে ভেসে ওঠে।পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দুজন কে উদ্ধার করে মাধবনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা অর্নব ও অনিন্দিতা কে মৃত বলে ঘোষণা করে।কান্নায় ভেঙ্গে পড়ে মৃতের পরিবারের সদস্যরা।এলাকায় নেমে আসে শোকের ছায়া।এ দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে অর্নব গিরি ও অনিন্দিতা গিরি দুজনে সাঁতার জানতো না।যখন পুকুরের জলে ভেসে ওঠে তখন দুজন দুজেনের হাত ধরা ছিল।হয়তো দুজন দুজনকে বাঁচাতে গিয়ে ছিল।পুলিশ জানান পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে দাদা ও বোনের মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে কি ভাবে মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন