বাসন্তীর চুনাখালীতে ২১ তম বিশ্বকাপ ফুটবল র্যালি
ক্যানিং|শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী থানার চুনাখালীতে আর্জেন্টিনা দলে সদস্যদের র্যালি অনুষ্ঠিত হল।।২১ তম রাশিয়ায় বিশ্ব কাপ ফুটবল শুরু হয়েছে।তার উন্মাদন নিয়ে সুন্দরবনের বাসন্তীর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্দ্যোগে এদিন একটি র্যালি অনুষ্ঠিত হল।
রাশিয়া থেকে কয়েক হাজার দূরে প্রত্যন্তর গ্রাম সুন্দরবনের চুনাখালি গ্রাম।তাদের প্রিয় দল আর্জেন্টিনা তার সমর্থনে প্রায় পাঁচশো সমর্থক র্যালি করলো চুনাখালী থেকে চার কিলোমিটার রাস্তা।সাধ আছে কিন্তু সাধ্য নেই যে তাদের প্রিয় দলের খেলা দেখতে দূর দেশে পারি দেওয়া।তাই তাদের দুধের সাধ ঘোলে মেটাতে হচ্ছে।
রাশিয়া থেকে কয়েক হাজার দূরে প্রত্যন্তর গ্রাম সুন্দরবনের চুনাখালি গ্রাম।তাদের প্রিয় দল আর্জেন্টিনা তার সমর্থনে প্রায় পাঁচশো সমর্থক র্যালি করলো চুনাখালী থেকে চার কিলোমিটার রাস্তা।সাধ আছে কিন্তু সাধ্য নেই যে তাদের প্রিয় দলের খেলা দেখতে দূর দেশে পারি দেওয়া।তাই তাদের দুধের সাধ ঘোলে মেটাতে হচ্ছে।
তাদের দাবী এবারে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।খেলা প্রিয় অচিন্ত্য হাউলি জানায় আমি আর্জেন্টিনা দলের সদস্য এই সুন্দরবন পৃথিবীর মানচিত্র একটি জায়গা করে নিয়েছে বন হিসাবে।কিন্তু খেলা প্রিয় মানুষজন বা গ্রামের উদিয়মান ফুটবলারে কথা কেউ জানেনা। আগামী দিনে এই প্রত্যন্তর সুন্দরবন থেকে হয়তো কোন মেসি,রোনান্ড ও নেইমার উঠে আসতে পারে।তাছাড়া এই এলাকার মানুষজন যে ফুটবল প্রিয় তা তার প্রমান করেদিল।গতবার বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বাকাপ পাইনি সেই দুঃখে সারারাত ঘুমোতে পারি নি।এবার নিশ্চিত বিশ্বকাপজয়ী হবে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা। সেই জন্য আজ আইস ল্যান্ডের সংগে খেলা সেখান নিশ্চিন্তে জয় দিয়ে শুরু হবে আমাদের প্রিয় দলের।
সেই জন্য চুনাখালী বাজার নীল সাদা ব্যানার, হোডিং ও আর্জেন্টিনা দলের ফুটবলার দের ছবি সারা এলাকায় মুড়ে ফেলেছে।এ দিকে এ দিনের র্যালিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।