ঘুটিয়ারি শরিফে হেরোইন সহ ধৃত এক
জীবনতলা|মঙ্গলবার সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে হেরোইন সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ।ধৃত ব্যক্তির নাম আয়ূব লস্কর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের কাঠপোল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ মাকালতলা গ্রামের বাসিন্দা আয়ূব লস্কর বেশ কিছু দিন ধরে গোপনে হিরোইন ব্যবসা করছিল।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে হিরোইন সহ গ্রেফতার করে আয়ূব লস্কর কে।ধৃতের কাছ থেকে পুলিশ প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।পুলিশ জানান এদিন এক ব্যাক্তি ঘুটিয়ারি শরিফের কাঠপোল এলাকায় হেরোইন সাপ্লাই করতে এসেছিল।সেই সময় খবর পেয়ে পুলিশ হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।
ধৃতকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।ধৃতের কাছ থেকে ১০গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।এই ব্যবসার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।