বাসন্তীতে নাবালিকা নাবালকের বিয়ে বন্ধ
বাসন্তী|বুধবার দুপুরে চাইল্ড লাইন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুচলেকা নিয়ে নাবালিকা ও নাবালকের বিয়ে বন্ধ করে দেয়।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার বাসন্তী থানার ৮ নম্বর খড়িমাচান গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৮ নম্বর খড়িমাচান গ্রামের বাসিন্দা নাবালিকা সপ্তম শ্রেণিতে এবং প্রতিবেশী নাবালক অষ্টম শ্রেনীতে পঠন পাঠন করছিল।তাদের দুজনের মধ্যে ভাব ভালবাসা গড়ে ওঠে।আর ভালবাসা থেকে বিয়েতে পরিনত হয়ে ওঠে দুটি পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে।তবে তারা জানতো না মেয়ের ১৮ বছর আর ছেলের ২১ বছর পূন্য হলে তবে বিয়ে করতে পারবে।বাল্যবিবাহ আইনত অপরাধ।নাবালিকা ও নাবালকের পরিবারের সদস্যরা বিয়ে ঠিক করে ২০ জুন।এদিন দুপুরে ছিল নাবালিকা ও নাবালকের বিয়ে লগ্ন।তাই নাবালিকার বিয়ের বিয়ের প্যান্ডেল তৈরী হয়ে গেছে।আসতে শুরু করেছে লোকজন।চলছে রান্না বান্না।গ্রামের বেশকিছু মানুষজন নাবালিকা ও নাবালকের বিয়ে বন্ধ করতে খবর দেয় চাইল্ড লাইনে।আর খবর পেয়ে ক্যানিং চাইল্ড লাইনের সদস্যরা এবং এ এস আই সমরেশ ঘোষের নেতৃত্বে নেতৃত্ব পুলিশ টিম অভিযান চালিয়ে নাবালিকা ও নাবালকের পরিবারের সদস্যদের বুঝিয়ে সুজিয়ে আলোচনার মাধ্যমে উভয় পরিবারের মুচলেকা নিয়ে নাবালিকা ও নাবালকের বিয়ে বন্ধ করে দেয়।পুলিশ ও চাইল্ড লাইন জানান খবর পেয়ে অভিযান চালিয়ে নাবালিকা ও নাবালক উভয় পরিবারের সদস্যদের মুচলেকা নিয়ে নাবালিকা ও নাবলকের বিয়ে বন্ধ করে দেওয়া হয়।বাল্যবিবাহ আইনত অপরাধ সে বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষজনকে সচেতন করে তোলা হচ্ছে।