মাছ ধরতে গিয়ে মৃত্যু মৎস্যজীবীর

মাছ ধরতে গিয়ে মৃত্যু মৎস্যজীবীর


কাকদ্বীপ।রবিবার গভীর সমুদ্রে ট্রলারে মাছ ধরার সময় মৃত্যু হল এক মৎস্যজীবী জগদীশ দাস (৪৮)।দেহটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৎস্যজীবী জগদীশ দাস কাকদ্বীপের মাইতির চক্ এলাকায় বাসিন্দা গত ২১ জুন মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছিল এফ বি মা বাসন্তী নামক একটি ট্রলারে। মাঝ সমুদ্রে মাছ ধরার সময় কাছির আঘাতে জগদীশের মৃত্যু হয়েছে বলে, জানা যায়। যদিও জগদীশের পরিবারের, এই মৃত্যুর ঘটনা নিয়ে ধন্দ্ব রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে  ময়না তদন্তের জন্য পাঠায়।পুলিশ জানান সমুদ্রে মাছ ধরার সময় এক মৎস্যজীবী মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে কি ভাবে মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন