|ফলতা|মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত হুগলি বিপর্যয় মোকাবিলা দল খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি হুগলি নদীতে তলিয়ে যাওয়া এক ব্যক্তিকে।নিখোঁজ ব্যক্তির নাম পূষন দাস।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার ফলতা থানার তারাগঞ্জ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেহালার প্রনশ্রী এলাকার বাসিন্দা পূষন দাস সহ আরও বেশ কিছু বন্ধু ঘুরতে আসে ফলতায় গত ২৫ জুন।এদিন তারা ফলতা একটি হোটেলে ওঠে।দুপুরে খাওয়া দাওয়া করে ফলতার তারাগঞ্জে গিয়ে একটি ভুটভুটি ভাড়া করে হুগলি নদীতে ঘোরার জন্য।এই এলাকায় হুগলি নদীতে গয়া আছে বেশ কিছুটা পাড় থেকে দূরে।ভুটভুটিতে করে গিয়ে পূষন দাস গয়াতে নামে নদীর মধ্যে।
গয়া থেকে আবার ভুটভুটিতে ওঠার সময় পা স্লিপ করে নদীতে পড়ে যায় পূষন।নদীর জোয়ারের জলের টানে তলিয়ে যায় পূষন দাস।পূষন শিল্কে চাকুরী করত।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পায় এবং পূষনের বন্ধুরা ফলতা থানায় বিষয়টি জানায়।পুলিশ খবর পেয়ে নদী পথে তল্লাশি শুরু করে।তল্লাশি চালিয়ে না পেয়ে পুলিশ বিপর্যয় মোকাবিলা দল কে ডাকে।তারা এসে জল পথে তল্লাশি শুরু করে।ডুবরিতে খোঁজ করে জলের নীচে।তবে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ পূষন দাস কে।পুলিশ এখনও পর্যন্ত চিরুনী তল্লাশি চালাচ্ছে।পুলিশ জানান হুগলি নদীতে ভুটভুটিতে উঠে গিয়ে নদীতে পড়ে এক ব্যক্তি পড়ে গিয়ে তলিয়ে যায় নদীতে।তারা বেশ কয়েকজন ঘুরতে এসে ছিল এখানে বেহাল থেকে।এদিন বিপর্যয় মোকাবিলা টিম নদীতে তল্লাশি করে এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি।তার খোঁজ চালানো হচ্ছে।