বঙ্গোপসাগরে ভারতীয় পন্যবাহী জাহাজে আগুন।

বঙ্গোপসাগরে ভারতীয় পন্যবাহী জাহাজে আগুন।


বিশ্বজিৎ পাল|সাগর| বঙ্গোপসাগরে বিধ্বংসী আগুনের কবলে পণ্যবাহী ভারতীয় জাহাজ এমভি এসএসএল কলকাতা। জাহাজে আটকে পড়েন ২২ জন। পরে তাঁদের উদ্ধার করা হয়। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ থানার বকখালি থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণে সমুদ্রের মধ্যেই জাহাজটিতে আগুন লেগে যায়। হলদিয়া থেকে একটি জাহাজ গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ২২ জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, জাহাজের প্রায় ৭০ শতাংশ আগুনের কবলে। । তবে সকাল পর্যন্ত ২২ জন ক্রু মেম্বারের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়ছে।
কেনাকাটারর আনন্দ মানে INDIA SHOP
 টানা তল্লাশি চালিয়ে দুপুর তিনটে নাগাদ বাকি প্রত্যেকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার ক্রু মেম্বারদের রাজকিরণ জাহাজে করে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে বলে, জানা যায়। এদিন মধ্যরাতে বঙ্গোপসাগরে আগুন ধরে যায় এম ভি এস এস এল কোলকাতা নামক একটি জাহাজে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই ঘটনা জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপকূল থেকে ৫৫ ন্যাটিকেল মাইল দূরে। জানা যায়, জাহাজটি অন্ধপ্রদেশের কৃষ্ণাপত্তনম থেকে ৪৬০টি কন্টেনার নিয়ে হলদিয়ার দিকে আসছিল। কোস্টগার্ডের অফিসারদের প্রাথমিক ধারণা, কন্টেনারগুলি ঠান্ডা রাখার জন্য যে রেফ্রিজারেটর ব্যবহার করা হয়, শট সার্কিটের ফলে সেখান থেকেই আগুন লেগেছে। সমুদ্রের মাঝখানে প্রবল ঝড়ো হাওয়ার ফলে, আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। যখন উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়, ততক্ষণে আগুন জাহাজের বহুলাংশে ছড়িয়ে পড়েছিল। তবে টানা তল্লাশি চালিয়ে জাহাজের সবাইকেই উদ্ধার করা হয়েছে বলে জানায়াই সুত্তের খবর। প্রবল হাওয়া থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন