ট্রলার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার
নামখানা|শনিবার সকালে ট্রলারের মধ্যে থেকে এক ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ব্যক্তির নাম পরমেশ্বর পন্ডা(৪০)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোষ্টাল থানার হারবার এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এফ বি দেবী দুর্গা নামক একটি ট্রলারের মাঝি ছিলেন পরমেশ্বর পন্ডা।তার বাড়ি নামখানার পাতিবুনিয়া গ্রামে।এদিন সকালে স্থানীয় বেশ কিছু মানুষজন ট্রলারটিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরমেশ্বরকে ঝুলতে দেখেন তারা।
এরপরই তারা সঙ্গে সঙ্গে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত দেহটি উদ্ধার করে।মৃত পরমেশ্বর পন্ডার স্ত্রী জানান গত ২৯ জুন সন্ধ্যায় ট্রলারে যাবেন বলে, তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।আর পরের দিন সকালে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর আসে।তবে কি কারনে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।পুলিশ জানান ট্রলার থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।