বাসন্তীতে বজ্রপাতে মৃত্যু গৃহবধূর

বাসন্তীতে বজ্রপাতে মৃত্যু গৃহবধূর 



বাসন্তী|সোমবার দুপুরে জমির খালে বিলে মাছ ধরার সময় ঝড় বৃষ্টিতে হঠাৎই বজ্রপাত পড়লে মৃত্যু হয় এক গৃহবধূর।মৃত গৃহবধূর নাম মামনি সিং(৩১)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার বালিচক গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বালিচক গ্রামের বাসিন্দা গৃহবধূ মামনি সিং এদিন দুপুরে বাড়ির সামনে জমির খালে বিলে মাছ ধরতে যায়।মাছ ধরার সময় বৃষ্টি ও ঝড় হতে থাকে।হঠাৎই বজ্রপাত পড়ে গৃহবধূ মামনি সিং উপর।গৃহবধূর সারা শরীর ঝলসে যায় বজ্রপাতে।তার স্বামী অনাথ সিং এবং স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে এসে গৃহবধূ মামনি সিং কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা গৃহবধূ কে মৃত বলে ঘোষণা করে।এদিকে  গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙ্গে পড়ে মৃতের পরিবারের সদস্যরা।এলাকায় নেমে আসে শোকের ছায়া।স্থানীয় মানুষজন বলেন এ বছর যে ভাবে সুন্দরবন জুড়ে মানুষের মৃত্যু হচ্ছে বজ্রপাতে তা আগে কখনও এমন দেখা যায়নি।চলতি বছরে এই জেলার বাসন্তী,ক্যানিং-১ও২,গোসাবা প্রমূখ ব্লক গুলিতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।ক্যানিং মহকুমা দিনের পর দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে সচেতনার অভাবে।এমনকি চোরা শিকারীরা চোরা পথে মূল্যবান গাছ কেটে নিয়ে চম্পট দিচ্ছে।ফলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে।এমনকি ইঞ্জিনভ্যান,কাটা তেল চালিত যানবাহন চলাচল,শব্দ দুর্ষনে ভারসাম্য হারিয়ে যাচ্ছে সুন্দরবন জুড়ে।ফলে বিভিন্ন ভাবে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে সুন্দরবন এমনি মত স্থানীয় মানুষজনের।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।পুলিশ দেহটি উদ্ধার করে এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন