ঝড়খালীতে গাছ দত্তক উৎসব
দিন বদলে যাচ্ছে, সভ্যতা এগিয়ে যাচ্ছে, পরিবর্তনন হচ্ছে মানুষের মানসিকতা।বর্তমান সময়ে মানুষের সময়ের খুব অভাব। ব্যস্ততা হয়ে পরেছে ব্যক্তিগত কাজে। অফিস সংসার সহ নানান কাজে। আবার এর মধ্যে সময় বের করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য।সব দিক দিয়ে মানুষ খুব ব্যস্ত। ভুলে গেছে পরিবেশের কথা।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর ঝড়খালীতে সবুজ বাহিনীর উদ্যোগে দীর্ঘদিন ধরে চলছে গাছ লাগানো ও গাছ দত্তক দেওয়ার কাজ। আজ ২৭ জুন আনুষ্ঠানিক ভাবে এই গাছ দত্তক নেওয়া প্রকল্পের শুভারম্ভ করেন প্রফেসর সাধন কুমার ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়। যে কেউ এই গাছ দত্তক নিতে পারেন। দত্তক দেওয়া হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ।যে দত্তক নিচ্ছে তার নামে নাম করন করা হচ্ছে সেই সুন্দরী গাছের।সবুজ বাহিনীর এই উদ্যোগ কে পশ্চিমবঙ্গ বায়োডেভার্সিটি বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয় পুরস্কার।
অন্ধ আকুল বিশ্বাসের হাত ধরে গড়ে উঠেছিল ঝড়খালী সবুজ বাহিনী। সেই দিনের সবুজ বাহিনী আজ অনেক পথ পেরিয়ে এগিয়ে চলেছে আগামীর পথে।
সবুজ বাহিনীর সাথে সহযোগীতা করে আসছেন ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া। তাদের সহযোগীতায় গ্রামে গড়ে উঠেছে পুষ্টি ব্যাঙ্ক। যেখান থেকে গ্রামের মানুষ বিনামূল্যে পুষ্টিকর শাক সব্জি নিয়ে যান।এর ফলে অনেক অপুষ্ট শিশুরা সুস্থ হতে পেরেছেন। গ্রামের মায়েরা গড়ে তুলেছেন 'কেয়ার গ্রুপ' যা ঝড়খালীর মডেল এখন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর সাধন কুমার ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রনতি ঘোষ, কংশাই - ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া। সুদীপ্ত মুখার্জী বায়োডেভার্সিটি বোর্ড।
প্রকল্প উদ্বোধন করছেন প্রফেসর সাধন কুমার ঘোষ
এদিন প্রফেসর সাধন কুমার ঘোষ, কঠিন বর্জ্য সংগ্রহ ও পক্রিয়াকরন প্রকল্পের উদ্বোধন করেন। গ্রামের পড়ে থাকা প্লাস্টিক নানান ভাবে ক্ষতিকরে চাষের কাজে। প্লাস্টিক মুক্ত করেছেন ঝড়খালীর বিবেকানন্দ পল্লীর শ্রীনিকেতন, আয়লা, হরিচাঁদ SHG গ্রুপের মায়েদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে নির্মল গ্রাম।