বাসন্তীতে মৃত্যু যুবকের

বাসন্তীতে  মৃত্যু যুবকের


 বাসন্তী|শুক্রবার দুপুরে অতিরিক্ত গরমে সান স্ট্রোকে মৃত্যু হয় এক যুবকের।মৃত যুবকের নাম সুব্রত মিস্ত্রী  (৩২)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী  থানার  ১০ নম্বর বড়িয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ১০ নম্বর বড়িয়া গ্রামের বাসিন্দা  সুব্রত মিস্ত্রী এ দুপুরে মুদিখানা দোকানের মধ্যে বসে দোকানদারি করছিল।
www.sundarbanr.wooplr.com

সেই সময় হঠাৎই  মাথা ঘুরে পড়ে যায় সে।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হসপিটালে নিয়ে আসে।সেখানে  চিকিৎসকরা সুব্রত মিস্ত্রী কে মৃত বলে ঘোষনা করেন।মহকুমা হাসপাতালে চিকিৎসকদের অনুমান অতিরিক্ত গরমের ফলে এই ঘটনা ঘটতে পারে। তবে কি কারনে মৃত্যু ময়না তদন্তের পর পরিষ্কার জানা যাবে।এ দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন