বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরিকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি,ধৃতের পুলিশি হেফাজত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরিকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি,ধৃতের পুলিশি হেফাজত
জীবনতলা ধৃত খইরুল গাইন।


জীবনতলা|মঙ্গলবার দুপুরে এক কিশোরিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষন করার অভিযোগে ধৃত খইরুল গাইন কে পুলিশ আলিপুর কোর্টে তুললে বিচারক ধৃত কে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার গঙ্গাচেরি গ্রামের বাসিন্দা খইরুল গাইন।সে বিবাহিত।তার দুটি সন্তান আছে।বছর দেড়েক আগে মিস কল থেকে মোবাইলে খইরুলের সঙ্গে পরিচয় হয় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকার বাসিন্দা কিশোরির সঙ্গে।সেখান থেকে প্রেম ভালবাসা পরিনত হয় দুই জনের মধ্যে।কিছুদিন আগে খইরুল কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয় এবং জীবনতলায় যেতে বলে। প্রস্তাবে রাজি হওয়ার গত ২৪ জুন কিশোরী জীবনতলায় আসে।অভিযোগ এরপর খইরুল তাকে একটি মাছের ভেড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর খইরুল কিশোরি কে জানায় আগে থেকেই সে বিবাহিত। একথা জানার পর গত ২৫ জুন রাতে কিশোরী জীবনতলা থানায় খইরুলের বিরুদ্ধে এ বিষয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে পুলিশ তৎপরতার সাথে তদন্তে নেমে রাতেই খইরুল গাইন কে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে পুলিশ পক্স ৬ মামলা রুজু করেছে ।কিশোরেকে মেডিক্যাল টেষ্ট করার জন্য হাসপাতালের পাঠায়।পুলিশ জানান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরি কে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ধৃত বিবাহিত এবং কিশোরির ১৮ বছর পূর্ন হতে এখনও ৩ মাস কম আছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।এ বিষয়ে কিশোরি থানায় অভিযোগ দায়ের করে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।ধৃতকে আলিপুর কোর্টে তোলা হয়েছে।
--

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন