পুরীতে ছিনতাই, ক্যানিং থেকে গ্রেফতার ৪ জন দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও সোনার জিনিসপত্র

পুরীতে ছিনতাই, ক্যানিং থেকে গ্রেফতার ৪ জন দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও সোনার জিনিসপত্র 



 ক্যানিং|মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ও সি আর্শীষ দাসের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, লক্ষাধিক টাকার সোনার জিনিসপত্র সহ পুলিশ গ্রেফতার করে ৪ জন দুষ্কৃতীকে।ধৃতদের নাম পাপ্পু সেখ,কুরবান আলি মনসুর, গুড্ডু জেসওয়ালা ও নয়ন চক্রবর্তী।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং থানার তালদি বাসস্ট্যান্ড মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাতলা-২ অঞ্চলের মিঠাখালি গ্রামে বাসিন্দা পাপ্পু সেখ,কুরবান আলি মনসুর, গুড্ডু জেসওয়ারা ও ডায়মন্ডহারবারের তালডাঙ্গা গ্রামের বাসিন্দা নয়ন চক্রবর্তী দীর্ঘ দিন ধরে গোপনে রাজ্যে ও রাজ্যের বাইরে বিভিন্ন উৎসবে চুরি,ছিনতাই, ডাকাতি প্রমূখ অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছিল।গত ১৪ জুলাই উড়িষ্যার পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে লক্ষ লক্ষ ভক্ত ও সাধারন মানুষের আগমন ঘটে।আর ভীড়ের মধ্যেই এই ৪ জন দুষ্কৃতী পুরীর রথযাত্রা উৎসবের আগত মানুষের  লক্ষাধিক টাকার মূল্যের সোনার জিনিসপত্র ছিনতাই করে চম্পট দেয় পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে এমন চাঞ্চল্য কর তথ্য।এমনকি পুলিশের তদন্তে উঠে আসে এই সমস্ত দুষ্কৃতীরা বাইরের রাজ্যের বিভিন্ন উৎসবে চুরি ছিনতাই, ডাকাতি প্রমূখ অসামাজিক কাজকর্ম করে যাচ্ছিল ধৃতরা।বারুইপুর জেলা পুলিশ ও ক্যানিং থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার ওসি আর্শীষ দাসের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র ও লক্ষাধিক টাকার মূল্যের সোনার জিনিসপত্র সহ পুলিশ গ্রেফতার করে ৪ জনকে।পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে ১ টি ওয়ান সার্টার বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ৫ টি সোনার চেন ও ১ টি সোনার লকেট উদ্ধার করে।এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।এই টিমে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।ফলে বড় ধরনের সাফল্য এল বারুইপুর জেলা ও ক্যানিং থানার পুলিশের মধ্যে এমন ধরনের ঘটনায়।এই নেট ওর্য়াক জেলা জুড়ে কতটা ছড়িয়ে আছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।এ দিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ জানান গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও লক্ষাধিক টাকার মূল্যের সোনার জিনিসপত্র সহ ৪ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এই দলে আর কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুষ্কৃতীরা কিছুদিন আগে পুরীর রথযাত্রা উৎসবে সোনার জিনিসপত্র গুলি ছিনতাই করে চম্পট দেয়।এছাড়া রাজ্যের বাইরে বিভিন্ন উৎসবে  ধৃতরা ছিনতাই করে।ধৃতদের আলিপুর কোর্টে তোলা হয়েছে।এ বিষয়ে পূর্ন তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন