পাথর প্রতিমায় বিদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগে গ্রেফতার ৩ জন

পাথর প্রতিমায় বিদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগে গ্রেফতার ৩ জন

পাথর প্রতিমা|সোমবার বিকালে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগে পুলিশ  ৩ ব্যক্তিকেগ্রেফতার করে।ধৃতদের নাম  পরিমল মন্ডল, বাচস্পতি নায়েক ও গৌতম গিরি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা থানার রামগঙ্গা দেবীচক এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামগঙ্গা দেবীচক এলাকায় ডাব্লু বি এ সি বি এস এল একটি গুদাম ঘর আছে।সেখানে কয়েক লক্ষ টাকার বিদ্যুতের সরঞ্জাম ছিল।আর এইটি দেখভাল করে নিরাপত্তা রক্ষী গৌতম গিরি।গত ১ জুলাই  রাতে ২ জন ব্যক্তি রামগঙ্গার দিক থেকে বস্তাভর্তি করে জিনিস নিয়ে গঞ্জের বাজারের দিকে আসছিল। গঞ্জের বাজারে আসতেই স্থানীয় বেশ কয়েকজন মানুষের সন্দেহ হয় ২ জনকে দেখে।তাদের বস্তায় কি আছে জানতে চাইলে, তারা এড়িয়ে যান। তখনই স্থানীয় বাসিন্দাদের আরও বেশী সন্দেহ হয়। এরপরই তাঁরা ওই দুই ব্যক্তিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করলে, দুই ব্যক্তি জানান, দেবীর চকের বিদ্যুতের গোডাউনের নিরাপত্তারক্ষী গৌতম গিরি তাদের কাছে বিভিন্ন জিনিস বিক্রি করেছে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ নিরাপত্তারক্ষী গৌতম গিরি কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। গৌতমকে জিজ্ঞাসাবাদ করে পরিমল মন্ডল ও বাচস্পতি নায়কের বাড়ি ও পুকুর থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে এবং এ বিষয়ে তদন্তশুরু করেছে।পুলিশ জানান ডাব্লু বি এ সি বি এস এল একটি গোডাউন ছিল।গোডাইনে বিদ্যুতের সরঞ্জাম ছিল।সেখানকার বিদ্যুতের সরঞ্জাম গোপনে বিক্রি করার সময়ে স্থানীয় বেশ কিছু মানুষজনের সন্দেহ হয়।তারা থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্তে নেমে কয়েক লক্ষ টাকার বিদ্যুতের সরঞ্জাম উদ্ধার করা হয়।আর এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা।মঙ্গলবার ধৃতদের কোর্টে তোলা হবে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন