উস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কায় মৃত্যু ৪, জখম ২ জন
নিজস্ব প্রতিনিধি|উস্তি|রবিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট ভর্ত্তি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।মৃতের মধ্যে এক জন একাদশ শ্রেণির ছাত্রী।মৃতদের নাম শ্যামলী মন্ডল, সমিতা মিস্ত্রী, ছাত্রী কল্পনা সরদার।পুলিশ এখনও পর্যন্ত আর একজনের পরিচয় পাইনি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার শ্রীচন্দা মোড় এলাকায়।স্থানীয় সূত্রে গিয়েছে উস্তির শ্রীচন্দা মোড় বাসস্ট্যান্ডে বাস ধরার জন্য যাত্রীরা দাঁড়িয়ে ছিল।সেই সময় একটি সিমেন্ট ভর্ত্তি লরি উস্তি থেকে শিরাকোলের দিকে যাচ্ছিল।হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট ভর্ত্তি লরিটি রাস্তার ধারে একটি কালভাটে ধাক্কা দিয়ে লরিটি দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধাক্কা দিয়ে,রাস্তার ধারে একটি টালির বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ঘটনা স্থলে মৃত্যু হয় ৪ জনের।জখম হয় ২ জন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ দেহ গুলি উদ্ধার করে।জখম পাপিয়া মিস্ত্রী ও ঝর্ণা সাপুঁই কে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্ত্তি করে।সেখানে জখম ২ জনের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাদের এম আর বাঙ্গুর হাসপাতালে স্থান্তরিত করে।সেখানে তাদের চিকিৎসা চলছে।পুলিশ জানান একটি সিমেন্ট ভর্ত্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ৪ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে।মৃত দেহ গুলি উদ্ধার করা হয়েছে।এছাড়া জখম ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে পূর্ন তদন্ত শুরু হয়েছে।মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।তার পরিচয়ের খোঁজ চালানো হচ্ছে।