ক্যানিং মাতলা-১ অঞ্চলে জব কার্ডের বেনিফিসারিদের পরিকল্পনা নিম গাছের চারা রোপনে,সাধুবাদ জানালো রাজ্যের বনমন্ত্রী
রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।
নিজস্ব প্রতিনিধি।ক্যানিং| দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানি-১ ব্লকের মাতলা -১ অঞ্চলের বিভিন্ন এলাকায় নিম গাছের চারা রোপনে জেলা ও রাজ্য জুড়ে সাড়া ফেলে দিল জব কার্ডের বেনিফিসারিরা।আর এই ধরনের উদ্যোগ নিয়ে কাজের বেনিফিসারিদের সাধুবাদ জানালো রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।পাশাপাশি এই ধরনের কাজের বেনিফিসারিদের উৎসাহ দিতে এবং কাজের পরিদর্শন করতে আসবেন রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন এমন কথা জানালেন স্বয়ং রাজ্যের বনমন্ত্রী ।রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন যে কয়েকজন জব কার্ডের বেনিফিসারিরা পরিকল্পনা করে নিম গাছের চারা রোপনের কাজ শুরু করেছে মাতলা-১ নম্বর অঞ্চলে তা খুবই প্রশংসিত।তিনি আরও বলেন খোঁজ খবর নিয়ে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দা তথা ভূমিপুত্র বিশ্বজিৎ পাল দেশী নিম গাছের চারা বসানোর পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন এলাকার জব কার্ডের মহিলা বেনিফিসারিরা নিয়ে এই কাজ শুরু করে।
মাতলা-১ অঞ্চলের পুরাতন নৌকাঘাট রোড থেকে মাতলা ব্রীজ পর্যন্ত নিম গাছের চারা রোপন করছে জব কার্ডের বেনিফিসারিরা।
আর ইতিমধ্যেই মাত্র ১৬ দিনে ২,০০০ টি নিম গাছের চারা রোপন করছে।আমি ভূমিপুত্র বিশ্বজিৎ পাল ও বেনিফিসারি মহিলাদের সাধুবাদ জানায় এমন ধরনের উদ্যোগ নেওয়া কে।রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন নিম গাছ খুবই মূল্যবান গাছ।নিম গাছ ২৪ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে।যা মানব সভ্যতার প্রাকৃতিক সম্পদ নিম গাছ। নিম গাছ একটি ঔষধি গাছ।নিম গাছের ডাল, পাতা, রস, সবই কাজে লাগে।নিম গাছের গুনাগুনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিম গাছ কে একুশ শতকের বৃক্ষ বলে ঘোষণা করে।মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন যাতে বেনিফিসারিরা এই কাজকে স্বার্থক করে তুলতে এবং ভালো কাজ করতে পারে বিঞ্জানভিত্তিক ভাবে তার জন্য সরকারি সব ধরনের সাহায্য করা হবে।এ দিকে ক্যানিং-১ ব্লক সমিষ্টি আধিকারিক করন ও মাতলা-১ গ্রাম পঞ্চায়েত উদ্যোগে মাতলা-১ অঞ্চলের বিভিন্ন এলাকায় শুর হয় দেশী নিম গাছের রোপনের কাজ।আর এই কাজ কে স্বার্থক করে তুলতে ঝড় বৃষ্টির মধ্যে কোমড় বেঁধে নেমে পড়ে জব কার্ডের বেনিফিসারিরা।জব কার্ডের বেনিফিসারিরা পরিকল্পনা নেয় ৫ হাজার দেশী নিম গাচের চারা এবং বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছের রোপন করে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে।
ক্যানিং-১ বি ডি ও অফিস কার্যালয় থেকে নিম গাছের চারা নিয়ে যাচ্ছে জব কার্ডের বেনিফিসারিরা।
নিম গাছ বসাতে ব্যাস্ত জব কার্ড বেনিফিসারিরা।
এক দিকে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপন।অন্যদিকে নিম গাছ বিষয়ে মানুষজনকে সচেতন করে তোলা।পাশাপাশি বিনা অনুমতিতে গাছ কাটা দন্ডনীয় অপরাধ সে বিষয়ে ও সচেতন করে তোলা হচ্ছে।বৃক্ষ আইনে শর্ত লঙ্ঘন করে কোন ব্যক্তি গাছ কাটলে বা মূলোৎপাটন করলে বা ভূপতিত গাছ বিক্রি করে দিলে তার জেল ও জরিমানা উভয় হতে।সে বিষয়ে সচেতন করে তোলা এলাকার মানুষজন কে।মাতলা-১ অঞ্চলের বিভিন্ন রোডে ২,০০০ টি নিম গাছের চারা রোপন করা হয়েছে এবং পাশাপাশি ফল ও ফুল গাছ রোপনের কাজ চলছে।