সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে পালিত হল বিশ্ব বাঘ দিবস
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিন ২৪পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে পালিত হল বিশ্ব বাঘ দিবস।এদিন ক্যানিং-১ ব্লকের মাতলা-১ অঞ্চলের জব কার্ডের বেনিফিসারিরা নিম গাছের চারা, নারকেল,সুপারি,সুন্দরি গাছের চারা ক্যানিং পুরাতন নৌকাঘাট রোডে রোপন করে যথাযথ ভাবে পালন করে বিশ্ব বাঘ দিবস।মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের জব কার্ডের বেনিফিসারি মলিনা হালদার, মীনারানী পাল,লীলা বিশ্বাস,মায়ারানী পাল,সন্ধ্যা মন্ডল, লক্ষ্মী সরকার প্রমূখরা বলেন বৃক্ষ রোপন করে আমরা বিশ্ব বাঘ দিবস পালন করছি যথাযথ ভাবে।
বাঘ বাঁচলে বাঁচবে বন,রক্ষা হবে সুন্দরবন।তারা আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশকে সামনে রেখে বৃক্ষ রোপনের কাজ করেই চলেছি।রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ভালবেসে গাছ লাগান।তাই তার আদর্শ কে সামনে রেখে ইতিমধ্যে ক্যানিং পুরাতন নৌকাঘাট থেকে মাতলা ব্রীজ পর্যন্ত ২৫০০ টি নিম গাছের চারা রোপন করছি।পাশাপাশি নারকেল,সুপারি,জামরুল, আম,লিচু, জাম,আমলকি, মেহগনি, সোনাঝুড়ি গাছের চারা রোপন করেছি।এ দিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে গোসাবা ব্লকের সজনেখালিতে যথাযথ ভাবে পালিত হয় বিশ্ব বাঘ দিবস।এদিনির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন্যপ্রাণ দফতরের মুখ্য বনপাল, রবিকান্ত সিনহা,সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর নিলাঞ্জন মল্লিক,ডিওএফ তৃপ্তি সা প্রমূখ।এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে রাজ্যের বন্যপ্রাণ দফতরের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন বাঘ রয়েছে বিশ্বের এমন ১৩টি দেশে ২০১০ সাল থেকে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস হিসাবে পালিত হয়ে আসছে।ফলে আজ বিশ্ব বাঘ দিবস।তা যথাযথ ভাবে পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।পাশাপাশি তিনি বাঘ ও সুন্দরবন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এ দিকে ঝড়খালিতে মাতলা রেঞ্জ বনবিভাগের উদ্যোগে এবং মাতলা রেঞ্জ অফিসার নীলরতন গুহ প্রয়াসে যথাযথ ভাবে পালন করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব বাঘ দিবস।
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিন ২৪পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে পালিত হল বিশ্ব বাঘ দিবস।এদিন ক্যানিং-১ ব্লকের মাতলা-১ অঞ্চলের জব কার্ডের বেনিফিসারিরা নিম গাছের চারা, নারকেল,সুপারি,সুন্দরি গাছের চারা ক্যানিং পুরাতন নৌকাঘাট রোডে রোপন করে যথাযথ ভাবে পালন করে বিশ্ব বাঘ দিবস।মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের জব কার্ডের বেনিফিসারি মলিনা হালদার, মীনারানী পাল,লীলা বিশ্বাস,মায়ারানী পাল,সন্ধ্যা মন্ডল, লক্ষ্মী সরকার প্রমূখরা বলেন বৃক্ষ রোপন করে আমরা বিশ্ব বাঘ দিবস পালন করছি যথাযথ ভাবে।
বাঘ বাঁচলে বাঁচবে বন,রক্ষা হবে সুন্দরবন।তারা আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশকে সামনে রেখে বৃক্ষ রোপনের কাজ করেই চলেছি।রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ভালবেসে গাছ লাগান।তাই তার আদর্শ কে সামনে রেখে ইতিমধ্যে ক্যানিং পুরাতন নৌকাঘাট থেকে মাতলা ব্রীজ পর্যন্ত ২৫০০ টি নিম গাছের চারা রোপন করছি।পাশাপাশি নারকেল,সুপারি,জামরুল, আম,লিচু, জাম,আমলকি, মেহগনি, সোনাঝুড়ি গাছের চারা রোপন করেছি।এ দিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে গোসাবা ব্লকের সজনেখালিতে যথাযথ ভাবে পালিত হয় বিশ্ব বাঘ দিবস।এদিনির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন্যপ্রাণ দফতরের মুখ্য বনপাল, রবিকান্ত সিনহা,সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর নিলাঞ্জন মল্লিক,ডিওএফ তৃপ্তি সা প্রমূখ।এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে রাজ্যের বন্যপ্রাণ দফতরের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন বাঘ রয়েছে বিশ্বের এমন ১৩টি দেশে ২০১০ সাল থেকে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস হিসাবে পালিত হয়ে আসছে।ফলে আজ বিশ্ব বাঘ দিবস।তা যথাযথ ভাবে পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।পাশাপাশি তিনি বাঘ ও সুন্দরবন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এ দিকে ঝড়খালিতে মাতলা রেঞ্জ বনবিভাগের উদ্যোগে এবং মাতলা রেঞ্জ অফিসার নীলরতন গুহ প্রয়াসে যথাযথ ভাবে পালন করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব বাঘ দিবস।